আমাদের কথা খুঁজে নিন

   

সামুর বর্তমান রেটিং ব্যবস্থার চরম বিরোধীতা করছি। ব্লগারদের গঠনমূলক মন্তব্য আশা করছি।

http://www.facebook.com/Kobitar.Khata

সামু +/- রেটিং সুবিধাটি আজ থেকে তুলে দিয়েছে। পূর্বের রেটিং সুবিধা বাতিলের পক্ষে যুক্তি দিতে গিয়ে লিখেছে প্লাস-মাইনাস রেটিং এর অপব্যহার রোধ করা। যুক্তিটি খুবই হাস্যকার লেগেছে আমার কাছে। এ যেন শিয়ালের ভয়ে মুরগী পালা বন্ধ করার অবস্থা। রেটিং সুবিধার অপব্যবহার রোধে বিভিন্ন সময় বিভিন্ন ব্লগার অনেক সুন্দর সুন্দর প্রস্তাবনা পেশ করেছিলেন।

কিন্তু ব্লগ কর্তৃপক্ষ এই প্রস্তাবগুলো একটিও পছন্দ করেনি। ব্লগারদের প্রস্তাব মানতে হয়তো তারা হীনম্মন্যতা বোধ করছিলেন। তারা নিজেদের কল্পনা প্রসূত একটি কারিশমা দেখাতে ছেড়েছিল। আর এই নতুন ব্যবস্থাটির মাধ্যমে কারিশমা দেখানোর গৌরব দেখালেন। আমি ব্লগ কর্তৃপক্ষকে বলতে চাই, আপনাদের আগের +/- রেটিং যদি থাকত তবে আপনারা আপনাদের এই বাজে কারিশমার বিরুদ্ধে ব্লগারদের মাইনার রেটিং এর কারিশমা এতক্ষণে হাড়ে হাড়ে টের পেতেন।

একটি বাজে লেখাকে, একটি গালাগালিপূর্ণ লেখাকে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরুদ্ধে লেখাকে, ধর্মের বিরদ্ধে লেখাকে আমরা আমাদের ঘৃণা প্রকাশের একটি চমৎকার মাধ্যম ছিল মাইনাচ রেটিং। এমন লেখা যারা লিখবে তাদের আমরা মাইনাচে মাইনাচে ঝাঝরা করে দিতে চাই। অথচ এখন থেকে মাইনাচ দেয়ার কোন অপসনই রইল না। ফেসবুকে যেমন কেউ রেটিং দিলে যে দিয়েছে তার নাম প্রদর্শন করা হয় তেমনি সামুতেও যে +/- রেটিং দেবে তার নিক প্রর্দশনের ব্যবস্থা করলেই ল্যাঠা চুকে যায়। রেটিং এর অপব্যবহার রোধ করা যায়।

কিন্তু সামু এটা করবে না, কারণ এই চিন্তাগুলো ব্লগারদের মাথা থেকে এসেছে। ব্লগারদের মাথা থেকে আশা আইডিয়া তারা প্রয়োগ করা এটা তারা আত্মসম্মানের ব্যপার বলে হয়তো ভাবে। তাই তো তারা নিজেদের মস্তিষ্কপ্রসূত কারিশমা দেখাল। সামু কর্তৃপক্ষের নিকট দাবি, অবিলম্বে সামুর +/- রেটিং ফিরিয়ে আনা হোক। শুধু পোষ্ট রেটিং নয়, সাথে কমেন্ট রেটিং দেয়ার ব্যবস্থাও রাখা হোক।

যদি +/- এর অপব্যবহার রোধ করতে চান তবে রেটিং প্রদানকারীদের নিক প্রদর্শনের ব্যবস্থা করুন। আর শুধুই নিজেদের মস্তিষ্কপ্রসূত চিন্তা ভাবনা ব্লগারদের উপর চাপিয়ে না দিয়ে ব্লগারদের ভাবনা চিন্তাকে সম্মান করতে শিখুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.