আমাদের কথা খুঁজে নিন

   

আসুন একটি বারের জন্য হলেও প্রতিদিন চিন্তা করি 'কি শিখছি ?কি করছি?ভাল কিছু করছি কি?'

শুধু দেখব আর শিখব

ডিপার্টমেন্টে দুদিন পর ,সেকেন্ড ইয়ারের ইয়ার ফাইনাল পরীক্ষা। এই নিয়ে টেনশনে আছি,যাই হোক নতুন বছরের শুভেচ্ছা সবাইকে । আরেকটা বছর শেষ হয়ে গেল,ভাবতেই কেমন লাগছে। অমোঘ সময় কতইনা দ্রুত বয়ে যায়। সাথে সাথে বদলে যাই আমরা সবাই,এই বদলে যাওয়াটা হয়তো ঘটে বয়ে যাওয়া সময়ের চেয়েও দ্রুততর কোন গতিতে,অন্তত আমার কাছে তাই মনে হয়।

তবে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে মানুষ কি সত্যি বদলে যায় নাকি সময়ের বিবর্তনে পরিবর্তিত হতে বাধ্য হয়?নাকি এভাবেই মানুষ বড় হয়ে উঠে?খাপছাড়া প্রশ্ন কেন করছি তা ব্যাখ্যা করছি একটু পরে। অ্যাকচুয়্যালি আমরা প্রতিদিন কি করি কি শিখি তা কি দিনের শেষে তা একবারও ভেবে দেখি? দেখিনা , কারণ প্রতিনিয়ত স্বতস্ফূর্তভাবে আমরা অভিগ্গতা অর্জন করি যা আমাদের মানসিকতাকে প্রতিনিয়ত ডেভলপ করে চলে । ফলাফল অল্প অল্প করে একটু একটু বদলে যাওয়া। প্রকৃতপক্ষে নিজেদের এই বদলে যাওয়াটাকে আমরা তাৎক্ষনিক ভাবে ধরতে পারিনা,কিন্তু আমাদের আচার আচরণে আপনা হতেই একটু পরিবর্তন গুলো পরিলক্ষিত হয়.একটু চিন্তা করলেই ব্যাপারটা বোঝা যায়। এবার একটু ভেবে বলুনতো আজ থেকে গড়পড়তা ঠিক এক বছর অথবা দু'বছর আগে কি আপনার ধ্যান ধারনা আজকের মত ছিল?অধিকাংশ মানুষের উত্তর এই ক্ষেত্রে না হওয়াটাই স্বাভাবিক।

তবে কি শিখছি আর কি করছি,ভাল কিছু করছি কি , এই প্রশ্ন গুলো নিজেকে করে নিজের কাছে ফেয়ার থাকাটাই সবার জন্য জরুরী কেননা এই প্রশ্ন গুলোর পজিটিভ রিপ্লাই মানুষের বদলে যাওয়া কে ভালোর দিকে ধাবিত করে। কষ্ট করে লেখাটি পড়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাইকে আবারো নতুন বছরের শুভেচ্ছা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.