আমাদের কথা খুঁজে নিন

   

নতুন হরর গল্পকারের আগমন, নাফে মোহাম্মদ এনাম ভাইও ফেল মেরেছে।

ক্ষেপাইতে চাইলে akayes@yahoo.com মেইল করেন :)
অফিস থেকে ফিরে সন্ধায় একটু রেস্ট নিচ্ছিলাম। হঠাৎ এক বন্ধুর ফোন পেলাম, শুনলাম সামুতে নাকি লুলুপাগলাকে নিয়ে বিরাট হরর গল্প ফাদা হয়েছে, নাফে মোহাম্মদ এনামও ফেল। শুনে বেশ পুলকিত হলাম, প্রায় দুই বৎসরের ব্লগিং লাইফে এর আগে আমাকে নিয়ে কোন পোস্ট পড়েছে বলে মনে পড়েনা। কিন্তু পোস্ট প্রদানকারী সম্মানীত ব্লগার মহোদয় কোথায় কোথায় যাবেন, জায়গা বে-জায়গায় উস্টা খেয়ে গর্তে বা ফুঁটায় পড়ে হাবু-ডুবু খাবেন কিংবা স্বর্গীয় আনন্দে উহ, আহ্ করবেন, কার কাছে কি শুনবেন আর মনে মনে তাল গাছ - বটগাছ ধরে নিবেন সেটা তার একান্তই ব্যাক্তিগত ব্যাপার। গল্পের এক পর্যায়ে তিনি বলেছেন "কেমনে এক নিক দিয়া তেলাইয়া অন্য নিক দিয়া গালি দিবো।

দুঃখে কলিজাটা ফাইট্রা যাইতাছে। কসম। " জনাব আপনি কি যে বক্তব্য রাখলেন তার স্বপক্ষে কোন প্রমান কি আপনার হাতে আছে? থাকলে উপস্থাপন করুন। আর ঘন-ঘন কসম খাওয়াতো চিটার-বাটপারের লক্ষণ। এক পর্যায়ে আপনি লুলুপাগলা নিকের সাথে আরেকটি নিককে রিভার্স হিসেবে উল্লেখ করিয়াছেন।

সেই সাথে আরো বলিয়াছেন যে " আইরিন আপুর একটা পোস্টে ব্যাপকহারে কুৎসা করছিলো, গালাগালি করছিলো। পরিনতিতে উনার সব কমেন্টই মুছে দেওয়া হয়েছিলো। " সেখানে কি গালাগালি করা হইয়াছিল আমার জানা নাই, কারণ ২ বছরের ব্লগিয় লাইফে গালাগালিতো বহুত দূরের কথা, বাজে কিংবা অযৌক্তিক কোন কমেন্ট করেছি বলেও মনে পড়েনা। আপনি আরো বলেছেন, "উনি কমজগৎ ইস্যুতে আমার পিছনে লাগছিলো। আমারে ব্যাপকস হারে গালিও দিছিলো।

" বক্তব্যের স্বপক্ষে কোন প্রমান কি আপনার হাতে আছে? থাকলে উপস্থাপন করুন। ভাই আপনিতো দেখি আসলেই কল্প-গল্পে রীতিমত একজন সেলিব্রেটি হওয়ার ৮রাস্তার মোড়ে আইসা উপস্থিত। আমার আজ মনে হচ্ছে, কোন কোন ব্লগার মহব্বত করে নাফে ভাইকে গাছ-ভোঁদাই ডাকে কিন্তু ব্লগে যে আরো বড় তাল কিংবা বট গাছ-ভোঁদাই আছে এটা অনেকেরই হয়তো চোখ এড়িয়ে গেছে। আমি লুলুপাগলা হিসেবে বলতে চাই, আপনি যে অভিযোগগুলো করে আরেকটি নিকের সাথে রিভার্স যোগ করে কুৎসা রটাচ্ছেন এবং মিথ্যাচার করেছেন সেগুলির প্রমান দিন, (দয়া করে ফটোশপিত স্ক্রিনশট প্রমান হিসেবে দিবেন না) আর যদি নিশ্চিত প্রমান দিতে না পারেন তাহলে আপনাকে লুলুপাগলা ব্লগে ব্লক করা হবে না কিন্তু এই ব্লগে আপনি আজীবনের জন্য অবান্ঞ্চিত থাকবেন। আর একটা কথা মনে রাখবেন, এখানে সব ব্লগাররাই আসে পেটের ভাত হজম করার জন্য, আর আপনাদের মতো কিছু লোক আসে পেটের ভাত জোগার করার জন্য, সুতরাং যে পরিস্থিতিতেই তাঁদের প্রাপ্য সম্মান রেখে কথা বলবেন এবং কোন ব্লগারের প্রতি অভিযোগের আঙ্গুল তুলার আগে প্রয়োজনীয় প্রমানাদি হাতের কাছে রাখবেন, নয়তো আম-ছালা দুইটাতেই টান পড়তে পারে।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.