আমাদের কথা খুঁজে নিন

   

ওবামার সফর আফ্রিকানদের প্রতি সহমর্মিতা ছলে মার্কিনিদের পশ্চিম আফ্রিকার জ্বালানি সম্পদ কুক্ষিগত করা!

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ
বারাক ওবামার আফ্রিকা সফর মার্কিন ও বিশ্বের বিভিন্ন মিডিয়া বেশ ফলাও করেই প্রচার করছে। এক্ষেত্রে সিএনএন মার্কিন মিডিয়ার বেশীর ভাগ মাধ্যম গুলোর ভাবখানা এমন যে একজন আফ্রিকান-আমেরিকান প্রথমবারের মতন মার্কিন প্রেসিডেন্ট হতে পেরেছেন তাই এই সফর নাকি ওবামার জন্য খুবই আবেগ পূর্ণ সফর। কিন্তু প্রকৃত সত্য হল প্রেসিডেন্ট ওবামা অশুভ মার্কিন কর্পোরেটদের পুতুল মাত্র। অতীতে আফ্রিকার বিভিন্ন দেশ যেমন নাইজেরিয়ার র্দূনীতি গ্রস্থ ও শঠ শাসকদের কে আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব তথা ইউরোপের কিছু রাষ্ট্র এমন ভাবে ক্ষমতায় বসিয়েছে যে অসম চুক্তির মাধ্যমে জ্বালিনি তেল-গ্যাস ক্ষেত্র গুলো ইজারা দেওয়া হয়েছে। নিজেদের বিপুল পরিমাণ জ্বালানি তেল থাকা সত্ত্বেও আজকে নাইজেরিয়া সেভাবে উন্নত হতে পারে নি যা মধ্যপ্রাচ্যের দেশগুলি হয়েছে। এবার পশ্চিম আফ্রিকার অন্যতম দেশ ঘানায় ওবামার সফরও মূলত সেই দেশের সহ পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের তেল সম্পদ কব্জা করার মার্কিন ব্লুপ্রিন্ট। ২০০৭ সালে ঘানায় একটি তেল ক্ষেত্র আবিস্কার হয়েছে যাতে ৩ বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল মজুদ আছে; http://en.wikipedia.org/wiki/Ghana#Economy আর শুধু তাই নয় দেশটির সুবিধাজনক ভৌগলিক অবস্থানের কারণে ভবিষ্যতে পশ্চিম আফ্রিকার অন্যান্য রাষ্ট্র হতে জ্বালানি সম্পদ পরিবহনের করিডোর তথা ভবিষ্যতে সংশ্লিষ্ট কয়েকটি দেশ সমূহ হতে তেল সহ অন্যান্য জ্বালানি ঘানায় এসে বর্হিবিশ্বে রপ্তানির দারুণ সুযোগ আছে। *********************** Barack Obama's visit to Ghana http://en.wikipedia.org/wiki/Ghana is, most fundamentally, about West African oil and natural gas, and control of the corridors for transporting it through the http://en.wikipedia.org/wiki/Gulf_of_Guinea on the West African Coast. Nigeria, the greatest source of African oil for export, is at the center of the African oil producing states bordering the Gulf, and the Niger River is the corridor for transporting Nigerian oil and gas, and now, oil and gas from landlocked Niger, as well. http://en.wikipedia.org/wiki/Niger_River Today, on 07/10/2007, at 10:18 A.M., PST, a Web search for “Obama in Ghana,” yielded 8,820,000 hits. Click This Link A Web search, one minute later, for “Obama in Ghana Oil,” yielded 1,100,000. Click This Link These numbers will no doubt continue to fluctuate today, and in coming days, but I expect the proportion of fluff reporting to honest reporting to remain roughly the same. Notable on the side of honesty are: Obama's Ghana Trip Linked to New U.S. Oil Strategy, produced by Canada Newswire and posted to Fox Business News via Comtex. Click This Link Media Briefing Booklet on the Occasion of Obama's Visit to Ghana, 07.10.2009, produced by Foreign Policy in Focus, a project of the Institute for Policy Studies (IPS), with help from the Africa Faith and Social Justice Network, Friends of the Congo, transAfrica Forum, Africa Action, the Integrated Social Development Centre. The briefing booklet encourges press to pose this question to President Obama: Click This Link “Ninety percent of U.S. Africa trade is in oil, gas, and mining industries. Much of the trade in these extractive industries has been exploit­ative, bringing little value to those on whose land the resources lie. Ghana has discovered oil just in 2008. How will the Obama administration advance trade policy with Ghana and other African countries that are mutually beneficial?” The other most important research documents for understanding Obama in Ghana, which is to say, Obama in Ghana, and African oil, are: African Oil: a Priority for U.S. National Security and African Development, a "National Energy Policy Report" produced by the Office of Richard Cheney, and publised on May 16, 2001. For whatever reason, its URL is: Click This Link. AFRI(OIL)COM, by Foreign Policy in Focus at the Institute for Policy Studies, and, Resist Africom, the video, also produced by the Institute for Policy Studies: Author: Ann Garrison Ann Garrison is an Examiner from San Francisco. You can see Ann's articles on Ann's Home Page. http://tinyurl.com/lr43qw Click This Link http://www.fpif.org/fpiftxt/5301 Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।