আমাদের কথা খুঁজে নিন

   

ফেব্রুয়ারী

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই..... আজ পহেলা ফেব্রুয়ারী; দ্যখো আকাশটা কী স্বচ্ছ! বাতাসের গায়ে খুশির আমেজ। আমার ইচ্ছে করছে, সারা পৃথিবীর প্রান্তরে প্রান্তরে আনন্দ বন্টন করি।

সব বাঁধা উপেক্ষা করে, স্বেচ্ছায় উচ্ছৃঙ্খল হই। এ মাসেই তো ভাষার জন্যে লড়েছিল বাঙালী তরুণ। লড়েছিল ভ্যালেন্টাইন তার নিঁখুত, নিষ্কলুষ ভালবাসার জয়ধ্বনি উচ্ছারিতে। প্রবল ইচ্ছে করছে আমার, তাঁদের পদাঙ্ক অনুসরণ করি। আরো প্রবলভাবে মন চায়, সর্বস্ব উজাড় করে দিই শুধু তোমায় পাওয়ার অকৃত্রিম আশায়... এই মাসটা আমার প্রানেরও প্রিয়।

কারণ ভাষা-সমর, ভালবাসার-বিসর্জন সবই এ মাসেই তো দেখেছিল বিশ্ব। সবচে বড় কথা এ মাসেই বাঙালীর হৃড়য়ের গভীরে প্রতিটি রক্ত কণিকা নেচেছিল সৃষ্টি সুখের উল্লাসে..... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।