আমাদের কথা খুঁজে নিন

   

ফেব্রুয়ারী ২৫

হঠাৎ শুন্যতা ...................

গতকাল সকালে সীমান্তের পানে চেয়ে সুরক্ষা ব্যাবস্থা খতিয়ে দেখছিল সে জামাল চাষির সবজির ক্ষেতে সতেজ সবুজ সিম ধরেছে এই রঙ কি ভাষা দিয়ে প্রকাশ করা যায়? যা যায় তা হলো চাষীর দুঃখের কথা। চাষীর ক্ষেতেতো গত মৌসুমেও ফসল এসেছিল ফসল কাটার আনন্দ তো সেই জানে সাথে যদি থাকে আদরে ধন বালক সন্তান। আনন্দ আজ তার শোকের স্মৃতী... লাইন অফ কন্ট্রোলের উত্তেজনায় বোবা কান্নায় বুক ফাটে জামাল চাষীর সন্তানের জানাজা ভারে পিঠ নুয়ে আসে তার। কমব্যাট পোশাকধারী দাঁতে দাঁত ঘষেছিল সেদিন আগামী মৌসুমে জামাল চাষীর ক্ষেতের দায়ীত্ব তার কঠিন শপথে চোয়াল চেপে বসে... আর কখনও চাষীর বুক সে খালি হতে দেবে না... মৌসুম আবার এসেছে চাষীকে সে আস্বস্থ করে... “এই তো মোটে সাতটা দিন, ফিরে এলে পরে ফসল কাটিও” চাষী আস্বস্থ হয়। পরদিন সকালে বিষ্ফরিত চোখে তাকিয়ে ভাবে সে “এ ও কি সম্ভব!” সীমান্তের চির চেনা শব্দে কেঁপে কেঁপে ওঠে চারপাশ এরা তো তারই পরিচিত জন... আচমকা চোখে আধার নেমে আসে...অনন্তকালের। আচ্ছা, আধার নেমে আসার আগে কি সেই সবজি বাগানের কথা মনে পড়েছিল? চাষির কাছে তার অঙ্গীকার অসমাপ্ত থেকে যায়... এক আনন্দময় দিনের তরে... জামাল চাষী প্রতিক্ষায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।