আমাদের কথা খুঁজে নিন

   

#ফেব্রুয়ারী রিউইন্ডঃফিরে দেখা মহিমান্বিত ফেব্রুয়ারী-১৪~প্রিয় সামহোয়্যার ইনের জমিনে- যা কিছু আলোচিত-নির্বাচিত...

স্বপ্ন জগতের গোলাপী আকাশে ডানা মেলা মুক্ত বিহঙ্গ ! না ভয় আর না পিছুটান ....


প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যাবতীয় টুকটাক ত্রুটি-বিচ্চুতির জন্য এবং আমার মত ক্ষুদে অতি সাধারণ এক ব্লগারের এত বড় প্ল্যাটফরমের রথি মহারথীদের পোস্টের রিভিউ লিখার মত দুঃসাহস করার জন্য!
নানা ব্যস্ততায় এখন প্রেয়সী সামুর চাঁদমুখ খানা প্রত্যহ সকাল সন্ধ্যা চেক করাটা আর হয়ে ওঠে না। তবুও বিশেষ ক্ষণে , বিশেষ দিনে সুবিশেষ এই মাসটায় যে একেবারেই না চাখলে নয় ...
তাই, বসে পড়া গেল, সামান্য এবং অতি মূল্যবান যে সময়টুকু আজ ফেব্রুয়ারীর দিগন্তরেখায় দাঁড়িয়ে বিশেষ এই দিনটায় এসে জমা হয়েছে, তার উপযুক্ত সদ্ব্যবহারে এবং শুধুই প্রিয় সামহোয়্যার কে নিয়ে...

ফেব্রুয়ারী সবসময়ই শুধু বিশেষ নয় বরং সুবিশেষ তাৎপর্য বহন করে আমার কাছে। গোটা বাঙালী জাতির হৃদয়ের গভীরতম অলিন্দে সীমাহীন ভালোবাসা আর শ্রদ্ধার সুপ্রতিক হিসেবে আর্দ্র যে প্রকোষ্ঠটি সেটিই বোধহয় তার উষ্ণ অনুভবের দ্বার খুলে দেয় অবারিত করে এই ফেব্রুয়ারীতেই।

কেননা, জাতি হিসেবে সমগ্র বিশ্বের মানচিত্রে যে দেশটি সব বিঘ্ন পেরিয়ে দাঁড়িয়ে , যে দেশটি দাঁড়িয়ে মায়ের কোলে শোনা , হামাগুড়ি দিতে দিতে বলা আধো আধো ভাষাটির জন্য জীবন দিতে পেরে , বুকের উষ্ণ রক্ত সায়রে রাজপথ সিক্ত করে দিয়ে বেনিয়াদের হাত থেকে সেই ভাষাটার উপর এসে পড়া উপর্যুপরি সব শৃঙ্খল গুঁড়িয়ে দিয়ে মাথা উঁচু করে বুক চেতিয়ে দাড়িয়েছে সে জাতিটিই আমরা , আর এই সেই মাস – যে মাসটিতে আমরা দেখিয়ে দিয়েছি আর আমরণ যেকোন জাতিকে স্মরণ করতে বাধ্য করেছি , যে মাতৃভাষার জন্য জীবন পর্যন্ত দেয়ার ইতিহাসটা তৈরি করেছে একটা জাতিই-বাঙালী জাতি।
একজন বাঙালী হিসেবে তাই এমাসটায় অন্যরকম এক ভালোলাগা তৈরি হয় অজান্তেই হৃৎপিণ্ডের গভিরে কোথাও, গর্ব হয় আলো হাওয়ার সুন্দর সুনিপুণ মিতালীতে ঘেরা এদুনিয়ায় এমাসটায় এসেছিলাম বলেই।


তাইতো গুনগুন করে গেয়ে ওঠে হৃদয় ... :::মোদের গরব মোদের আশা আ’মরি বাংলা ভাষা:::

প্রথমেই তাহলে দেখে নিই সামুর ব্লগারগণ নিজ নিজ চেতনায় কিভাবে বরন করে নিলেন এবারের একুশ
ভাষা শহীদদের সৃতি বিজড়িত একুশকে...



বাংলা ভাষা এবং বাঙালীর চির গৌরবের চির আনন্দের এই মাসটি সামহোয়্যারইনে পালিত হয়েছে যথাযথ মর্যাদা আর ঐতিহ্যের প্রতি খেয়াল রেখেই। তবে একবার চোখ বুলিয়ে নেয়া যাক, বাংলা ও বাঙালির বিবর্তনের পথ পরিক্রমার প্রতিও


বাঙালীর সুমহান মর্যাদাময় , ঐতিহ্যময় গৌরবের এ মাসটির সবচেয়ে চমকপ্রদ যে জিনিসটা মিশে আছে আমাদের ঐতিহ্যে তা হল বই মেলা

চলুন তবে সামুর ক্যানভাসে করে ছোট একটা চক্কর দিয়ে আসা যাক বাঙালীর প্রানের মেলা, হৃদয়ের স্পন্দনের মেলা বই মেলায় ...

♣ ছবিতে ঘুরে আসুন অমর একুশে গ্রন্থমেলা ২০১৪♣-“আরজুপনি”

প্রিয় বইমেলা নিয়ে কয়েকটি ছবি

ভালো কথা , জানেনতো ? সামুর ব্লগারদের লেখায় যে উচ্ছসিত অলংকরণ ছিল, সে অরনামেন্টে অলংকৃত ছিল এবারের বই মেলা যথেষ্ঠই। সামুর ব্লগার দের বেহ হওয়া বইগুলো নিয়ে পোষ্টগুচ্ছ...

♣ অমর একুশে গ্রন্থমেলা ২০১৪'তে সামহোয়্যার ইন ব্লগারদের বই ♣-“আরজুপনি”

♣বই প্রকাশ♣-“আরজুপনি”

বইমেলায় অনুপ্রাণনের বই


বইমেলা, বই কেনা এবং বই পড়া বিষয়ক ভাবনা


ভালো কথা , আমার মত অবুঝ নাদানও কিন্তু বই মেলায় গিয়াছিল !

বইয়ের প্রসঙ্গ যখন এসেই পড়লো , তখন একটা কথা এড়িয়ে যাই কিভাবে !?
বই কিনে নাকি কেউ দেউলিয়া হয় না” তবে আমি গরীব যে এমনিতেই দেউলিয়া! আমার মত যারা মনিটরে মুখ গুঁজে থাকার দরুন বইয়ের পাতা ওল্টানোর সুযোগ পাননা খুব একটা তাদের জন্য এই ফেব্রুয়ারীতেই একটি বেশ কাজের পোস্ট এসেছে সামুতে।

বই পাগলদের জন্য "বিখ্যাত সব সমগ্র কালেকশন একসাথে"। জলদি ডাউনলোড করুন না হলে পস্তাইবেন।



ভাষাগত এবং ঐতিহাসিক দিকগুলো ছাড়াও এই এবারের ফেব্রুয়ারী কিন্তু কম ঘটনাবহুল নয়!

এবারে তাই চলে যাওয়া যাক, সমসাময়িক প্রসংগে-

অনেক ঘটনা আর দুর্ঘটনায় আলোচিত-সমালোচিত ফেব্রুয়ারীর নানাদিক , নানাঘটনা আর তার উপর নানা বিশ্লেষণ এ কথার খৈ ফুতেছিল সামুর আলোড়িত জমিনে ...

মার্কিন কোম্পানি কনকোফিলিপ্স এর পর এবার বঙ্গোপসাগরে দুটি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য অনুমতি পেল ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন (ওএনজিসি

এই ফেব্রুয়ারী আমাদের আবারো মনে করিয়ে দিচ্ছে সেই নৃশংস সাগর-রুনি হত্যাকাণ্ড!

এই ফেব্রুয়ারীতেই আমাদের চির গৌরবের , পবিত্র মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবমাননা পূর্বক মুক্তি পেয়েছে ভারতীয় চলচিত্র “গুন্ডে”

কি মনে হয়? সামুর ব্লগার গণ নিশ্চুপ ছিলেন এর প্রতিবাদে !?! মোটেও না!
সামুতে এর প্রতিবাদে ঝড় বয়ে যায় এই ফেব্রুয়ারীতেই ...

বলিউডের মুভি ’গুন্ডে’ : যে কথা বলা হয়নি।

আরোও বিশ্লেষন দেখুন,

ভারতীয় সিনেমায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃতি: তাই কি?

এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলসমূহ দখল নিয়েও বেশ তোলপাড় চলে মাসের শেষটায়,

ফেব্রুয়ারীতে এই সম্পৃক্ত আরো কটি পোস্ট দেখা যাক-

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল গুলো বেদখল হবার পেছনের কিছু ঘটনা

তিব্বত হলের সাত কাহন


এছাড়াও একটি গুরুত্বপূর্ণ সমসাময়িক পোস্ট এমাসে দেখার আছে যাতে জড়িত আমার দেশ-

বিগ গেম: বাংলাদেশ নিয়ে ৬ শক্তির লড়াই!

ভারি ভারি কথা(যদিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক হিসেবে তাৎপর্যপূর্ণ)রেখে এবারে চলুন একটু ভ্রমনে বের হওয়া যাক।
আলবৎ, সামুর চাদরটাই মুড়ি দিয়ে ...

হ্যাঁ, এবারে আসছি ফেব্রুয়ারীতে প্রিয় সামহোয়্যারে পোস্ট হওয়া যাবতীয় ভ্রমণ এবং তথ্যবহুল ছবি ব্লগ এর সমাহার নিয়ে ...


ব্লগার বোকামানুষের কষ্টসাধ্য পোস্ট, বাংলার জমিদার বাড়ি নিয়ে আটটি পর্বে সমাপ্য।

১ম পর্ব

২য় পর্ব

৩য় পর্ব

৪র্থ পর্ব

৫ম পর্ব

৬ষ্ঠ পর্ব

৭ম পর্ব

৮ম পর্ব

ব্লগার জাহাজ মিস্ত্রির “ফিলিপাইনের ডায়েরী” ১৫ খন্ডে সমাপ্ত! ডায়েরীটায় একবার ডুব দিয়ে দেখেন, মাথা তুলে মনে হবে ফিলিপাইন চলে গেছেন!

১ম পর্ব
২য় পর্ব
৩য় পর্ব
৪র্থ পর্ব
৫ম পর্ব
৬ষ্ঠ পর্ব
৭ম পর্ব
৮ম পর্ব
৯ম পর্ব
১০ম পর্ব
১১ তম পর্ব
১২ তম পর্ব
১৩ তম পর্ব
Click This Link target='_blank' >১৪ তম পর্ব
১৫ তম পর্ব

যাক, ফিলিপাইন থেকে এবার চলেন স্বর্গে ঢু মারা যাক। অবাক হচ্ছেন?? মাথাটাথা বিগড়ে-টিগড়ে গেলনা তো আমার আবার ভেবে!
নাহ! এই স্বর্গ যে আমাদের প্রিয় ব্লগার-ফটোগ্রাফার খোকনের হাতের ছবিতে ধরা দেয়া ভূ-স্বর্গ কাশ্মির

৫টি পর্বে সমাপ্ত-
১ম পর্ব
২য় পর্ব
৩য় পর্ব
৪র্থ পর্ব
৫ম পর্ব


ব্লগার ইমরাজ কবির মুনের অত্যন্ত তথ্যবহুল , বিশ্বের অনুধ্যুষিত কয়েকটি পরিত্যক্ত স্থান

এছাড়া ,

ভাবছি কি হবে শিরোনাম ? ব্লগে চার বছর কাটিয়ে দিলাম।

তাই হোক কিছু এলোমেলো ছবি। আমার ছেলের চোখে।


উনি শিরোনাম নিয়ে যাই ভাবুন না কেন , এলমেলো ছবিগুলো কিন্তু আসলেই এলোমেলো করে দেয় ...

যাহোক, এবার দেশে ফিরি , দেশে কি অভাব নাকি ভ্রমণ এর যায়গার !? কোথায় যাওয়া যায় প্রথমে!

হ্যাঁ, "নিঝুম দ্বীপ"! ঘুরে এলাম নিঝুম দ্বীপ (ভ্রমণের সব আপডেট তথ্যসহ)

নিঝুম দ্বীপ ছেড়ে এবারে চলেন , নাটেশ্বর বোদ্ধবিহারঃ প্রাচীন বাংলার সর্বশেষ আবিষ্কৃত পুরাকীর্তি। (প্রথমবারের মত ব্লগ ও মিডিয়ায়)

ফেব্রুয়ারীর আরোও কিছু চমকপ্রদ ছবি ব্লগে ঘুরে আসা যাক এবার ...

মরুর বুকে বিশ্বের সবচেয়ে সুন্দর ফুলের বাগান_ মিরাকেল গা`ডেন _ নতুনোটোগ্রাফী ২৩


ঐতিহ্য বাহী টাইটানিক: কিছু দুর্লভ কিছু বাস্তব ও কিছু চলচিত্রছবি দিয়ে একটি ছবি কাহিনী (মেগা!! হইলেও হইতে পারে)

পৃথিবীর সেরা বিলাসবহুল কিছু ট্রেন

২য় খন্ড

তনুমায় আবার যাত্রা-৩ (আরব ডায়েরি-৭১)

মানব সভ্যতার সবচেয়ে নির্বাসিত স্থানসমূহ (The most remote places of Human Civilization)

আসুন জেনে নিই বিশ্ববিখ্যাত কিছু কর্পোরেট প্রতিষ্ঠানের নামকরণের পিছনের মজার ইতিহাস।


পৃথিবী বিখ্যাত কিছু ঐতিহাসিক ছবি
২য় খন্ড

এবারে, কোন টপিক নিয়ে বসা যায়!
অনেক তো ঘোরাঘুরি হল , আমি আবার নিতান্তই অলস মানুষ, এখন নাহয় একটু মনিটরের সামনে বসি আয়েস করে...

হুম! এবারে ফেব্রুয়ারীর যাবতীয় মুভিব্লগ-

একটা ব্যাপার বলতেই হচ্ছে , মুভির জগতে সামুর ব্লগার দের বিচরন সবসময়ই ইর্ষণীয় এবং চমৎকৃত করবার মতই।

কিন্তু, যে বিষয়টা আমায় শুধু অবাক নয় বরং হতাশও করল কিছুটা-ফেব্রুয়ারীতে মুভি রিভিউ এবং মুভি ব্লগ এর হাহাকার দেখতে পাচ্ছি সামহোয়ারের প্রিয় জমিনে!

তারপরও যে কয়টা নির্বাচন করার মত মুভিব্লগ পাওয়া গেল ফেব্রুয়ারীর দৃশ্যপটে...


ব্লগার বশর সিদ্দিকীর , ২০১৪ সালের মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকা সেরা মুভি গুলো

ব্লগার ইসতিয়াক অয়নের ,

[link|http://www.somewhereinblog.net/blog/istiuk_ayon007/29924125|মৃত্যুর আগে যে ৫০টি মুভি অবশ্যই দেখে নেয়া উচিত [লিস্টঃ টরেন্ট লিংক সহ]]

(অত্যন্ত তথ্যবহুল একটি পোস্ট মুভি লাভার দের জন্য )


সেলিম রেজার মুভি রিভিউ,
অগ্নি (মুভি রিভিউ)

আমাদের “অগ্নি” দর্শন (নিজের দায়বদ্ধতা থেকে দেখে আসুন আর সাক্ষী হউন বাংলা সিনেমার উন্নতির)

এবারে টেকি ব্লগের খোঁজ খবর করা যাক। কিন্তু এখানে আরোও বেশি দুঃখিত হচ্ছি যে, ফেব্রুয়ারীতে আসা পোস্ট সমূহের মধ্যে হাই কোয়ালিফায়েড , ইনফরমেটিভ টেকি ব্লগ নেই বলতে গেলে!

কোয়ান্টাম ট্রান্সপোর্টেশন নিয়ে লেখা ব্লগার ক্যাটমেনের ,
এ প্রযুক্তির মাধ্যমে হাজার হাজার আলোকবর্ষ দুরের পথ পাড়ি দেয়া যাবে কয়েক মুহূর্তের মধ্যে


এবারে গল্পে নজর দেয়া যাক। ফেব্রুয়ারীতে এই সেকশনটি কিন্তু বেশ দাপিয়ে বেড়িয়েছে অন্যান্য গুলোর ওপর!
এতোগুলোর রিভিউ লিখতে গেলে রাত পেরিয়ে যাবে। আপাতত,

ক্রমান্বয়ে দিয়ে গেলাম ফেব্রুয়ারীতে সামহোয়্যার ইন গল্প সংকলন




গল্পঃ মৃত্যু চোখ

গল্পঃ কাপুরুষ

গল্প: অটোগ্রাফ

গল্পঃ আবর্তন!

গল্পঃ একটি দুঃস্বপ্ন এবং একটি বিবাহের ইতি কথা !

( ছোট গল্প ) – চুল

অনুগল্পঃ বিবর্ণ পাতা ও একটি ফুল

কুয়াশাচ্ছন্ন একটি রাতের গল্প

গল্পঃ রাত বারোটা দশ

বিহ্বলতায় শিশিরকণা !

মৃত্যুপথ (Based on Actual Characters)

শিখণ্ডী

গল্প: হাল ছেড়ো না।

ইচ্ছা।




হ্যাঁ, যা ভাবছেন ঠিক তাই , গল্পের পরে এবার কবিতা না হলে কি চলে (!) আর মোদ্দাকথা – কাব্যের রিনিঝিনি কার ই বা ভালো না লাগে(!) তবে, গল্পের সেকশনটা যেমন সমৃদ্ধ ছিল এমাসটায়, কতিতার সেকশনটা অজ্ঞাত কারনে সেতুলনায় অনেকটাই যেন নিষ্প্রভ!

ফেব্রুয়ারীর পৃষ্ঠা জুড়ে অপাংক্তেয় কথকথা

কবিতা: পরাজয়

ভাবনার অপমৃত্যু

“হতচ্ছাড়া নিয়নের আলো”

কবিতাঃ বেহায়া কবিতা ও অবুঝ পাঠক

আত্মহনন

Ƹ̴Ӂ̴Ʒ ~*~ প্রাণ রসায়ন ~ জীবনের রঙ, রূপ, মুগ্ধতা অতঃপর ......

এমনটি চাইনি সুস্মিতা

অল্প কবিতায় ধরে রাখা বিষণ্ন সময়


ভালো কথা ফেব্রুয়ারীর খুবই আলোচিত এবং যথেষ্ঠই মুখরিত একটা টপিক বাদ পড়ে গেল! -১৪ই ফেব্রুয়ারী তথা “ভ্যালেন্টাইন'স ডে”

এবারে তাহলে দেখে নেয়া যাক, ভ্যালেন্টাইন'স অনুভুতি কিভাবে কতোটা নাড়া দিয়ে গেছে এবছর সামু আর তার বিচক্ষণ এবং রোমান্টিক ব্লগার দের ...

ভ্যালেনটাইন স্পেশালঃ ব্লগারদের প্রথম প্রেমের গল্প গুলো !

ভ্যালেন্টাইনস ডে স্পেশালঃ জেনে নিন কিভাবে মেয়েদেরকে প্রপোজ করলে সফল হবেন!!!

গল্প:এ ভ্যালেনটাইনস ডে

এছাড়াও ব্লগার স্বপ্নবাজ অভির অসাধারণ একটা পোস্ট স্মরণ করতেই হয় এদিনকে ঘিরে,
এই বসন্ত শেষ হবেনা , কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে পড়বেনা ! নীলিমার নীল ফুরাবেনা । ভালোবাসা দিবস টিও শেষ হবেনা।

এবং সবশেষে এই বিশেষ দিনটির সবচেয়ে গুরুত্ব পূর্ণ যে পোস্টটা মনে হয়েছে সেটা ...
ব্লগার নিশাত তাসনিমের


ভ্যালেন্টাইন'স ডে পালনের নামে আপনার সন্তান কি কি করছে ছবি ও ভি ডি ও দেখুন। আপনার সন্তানও যদি ঐশী হয় !!




এছাড়াও ভাষার জন্য সংগ্রাম এবং মাতৃভাষা দিবসের জন্য বিশেষ ভাবে চিহ্নিত এই মাসটিতে সামুর ব্লগারদের বাংলা ভাষা এবং এর নানাদিক নিয়ে বিশ্লেষণী কয়েকটা পোস্ট ছিল খুবই গুরুত্বপূর্ণ ...


ব্লগার আরজুপনির অসাধারণ একটি দায়িত্বশীল পোস্ট,

♣মাতৃভাষা সংকট : বানান সতর্কতা♣

একটি অতি গুরুত্বপূর্ণ পোষ্ট,

৫২' এর ভাষা আন্দোলনের চেতনা ও আমাদের প্রাপ্তিঃ ২৬ বছর পরেও সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইনের বাস্তবায়ন চেয়ে রিট করতে হয় !!

এছাড়া,

পুনরায় প্রকাশিত : মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা

ব্লগার নিশাত তাসনিমের আরো একটি সুন্দর পোষ্ট,

ছেলে হারা শত মায়ের অশ্রু গড়া এই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি

তরুণ প্রজন্মের ‘বাংলা ভাষা’ ও বাংলা উইকিপিডিয়া

এবং ছন্দে ছন্দে আবারো অমর একুশে...

অমর একুশে

এছাড়াও এ মাসটি ছিল বাংলা সাহিত্যের অন্যতম নামকরা কবি এবং সাহিত্যিক জীবনানন্দ দাশের জন্ম মাস।





এছাড়াও যেসব পোস্ট ছিল চোখে পড়বার মত ...


পড়ার মত বইয়েরা-১ – সৈয়দ মুজতবা আলীঃ প্রসঙ্গ অপ্রসঙ্গ এবং জীবনস্মৃতি

৫বছরের জন্য যদি সামুর ব্লগারদের বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হতো বাংলাদেশ সিঙ্গাপুরকেও ছাড়িয়ে যেত।

সামহোয়্যারইন ব্লগে কি ভাটা চলছে?

নারী ও যৌনতা-১ : গোপন ভিডিওর ছড়াছড়ি আর আত্মহত্যা নামক সমাধান।

নারী ও যৌনতা-২ : মেয়ে, তুমি প্রেমিকের শয্যাসঙ্গিনী হচ্ছ... বিনিময়ে কিছুই কি পাচ্ছ?

নিরপেক্ষ শান্তিকামুকেরা

মৃত্যুদন্ড কার্যকর করার ২৫টি বীভৎস পন্থা

প্রচলিত কিছু আঞ্চলিক শ্লোক-- প্রবাদপ্রবচন--গল্প--ধাঁধাঁ








এবং সবশেষে আমিও ব্লগার মাঈনুদ্দিন মইনুলের মত করে তারই কথার সুরে সুরে ছন্দের তালে তালে, সবাইকে আপন জন্মদিনে একরাশ শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি! সামান্য এই প্রয়াসে স্বীয় ক্ষুদ্রতার কারনে অনেক ভালো পোস্ট হয়তো আমার অধম চক্ষু এড়িয়ে গেছে, তাই শেষকালে আবারো ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সবসময়কার শ্রদ্ধেয় সামহোয়্যার ইনের মডারেটর গণের এবং প্রিয় সুপ্রিয় ব্লগার ভাইবোনদের প্রতি! অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো সবার প্রতি এবং সুপ্রিয় প্রেয়সী সামুর প্রতিও... “চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর” -সকলকে একরাশ ভালোবাসা!



 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।