Mahabubur Rahaman Arman (Araz Rahaman Arman) বাংলাদেশ এ আপনি যদি গুগল এ টিশার্ট নিয়ে সার্চ করেন তাহলে প্রতি ০.৪৬ সেকেন্ডে ৭,০৩,০০০ টা সার্চ রেজাল্ট বের হয়। যার শীর্ষে আমাদের টি-জোন ( http://www.tzonebd.com ) ।
বস্তুত এই পোস্ট টা সবাই নাও বুঝতে পারে, আর তাই নিজ দায়িত্বে পড়ুন।
আপনার ধারনা থেকে বলুন তো বাংলাদেশ ১৫-২৫ বছর বয়সি মানুষ কতজন আছে? বাংলাদেশের জনসংখ্যা যদি ১৬ কোটি সত্যি হয়ে থাকে তাহলে এখানে ১৫-২৫ বছর বয়সিদের সংখ্যা সর্বনিম্ন ২ কোটি।
এই ২ কোটি এর মধ্যে ১ কোটি মানুষ কম করে হলেও টিশার্ট পড়ে।
২৫+ বয়সিরা ও টিশার্ট পড়ে কিন্তু তাদের আমরা আপাতত কাউন্ট করতেসি নাহ।
এই এক কোটি মানুষের মধ্যে, ৫০ লাখ মানুষ কমপক্ষে পাওয়া যাবে সৌখিন, যারা নিয়মিত টিশার্ট পড়েন, কেনেন এবং গিফট করেন।
আর ফেসবুকে আছে এখন প্রায় কমপক্ষে ১০ লাখ বাংলাদেশি (বাংলাদেশ থেকে)।
এদের মধ্যে কেউ এমন আছে যে কিনা মাসে ২ টা কেনে আবার মাসে ৪ টা কেনে।
কেউ বা সেম ই ২ মাসে কেনে, কেউ বা তিন মাসে।
এই ১০ লাখ এর মধ্যে যদি ৫ লাখ প্রতি বছরে ৬ টা করে টিশার্ট কেনে তাহলে তা গড়ে দাঁড়ায় (৫০০০০০০ X ৬) = ৩০ লাখ টিশার্ট প্রতি বছরে।
এর মধ্যে ১০ থেকে ২০ লাখ আসে ধরেন গুলিস্থান, নিউমারকেট থেকে, আজিজ থেকে ইত্যাদি।
২০ লাখ টিশার্ট কে যদি গড়ে ১৫০ টাকা করেও ধরা হয়, (২০,০০,০০০ X ১৫০ ) = ৩০ কোটি টাকার বাজার।
আর বাকি গুলা আসে ফিজিকাল স্টোর গুলো থেকে। ইনফিনিটি, এক্সটেসি, ওয়েস্টেক্স, ইজি, প্লাস পয়েন্ট আরো অনেক।
আর বাকি ১০ লাখ কে যদি ৫০০ টাকা করে ধরি প্রতি টিশার্ট (১০,০০,০০০ X ৫০০) = ৫০ কোটি টাকা।
অর্থাৎ প্রায় ১০০ কোটি টাকার বাজার আছে শুধু ৫ লাখ গ্রাহকের ক্ষেত্রে বাৎসরিক। আর এই ৫ লাখ এর জন্য বছরে দরকার ৩০ লাখ টিশার্ট।
১৬ কোটি এর ১০% মানুষ যদি হয় ১৫-২৫, তাহলে হয় ১.৬ কোটি, আর আমি কথা বলছি, ১.৬ কোটি এর ১০% অর্থাৎ ১৬ লাখ এর ও ৩৫% এর কম মানুষকে আমি উল্লেখ করেছি উপরে। বাকি আছে কমপক্ষে আরো ১.৫৫ কোটই মানুষ।
সরকার ও কিন্তু কম রাজস্ব পাচ্ছে না।
টিশার্ট এর বাজার টা বুঝতে পারতেসেন কেউ?
লিখেছি আমি,
মাহাবুবুর রহমান আরমান
ডিজিটাল উদ্যোক্তা
টি-জোন (পোশাক)
পূর্ব বাসাবো, ঢাকা-১২১৪
ফেইসবুকঃ https://www.facebook.com/arshadhin
স্কাইপঃ arazmix
টুইটারঃ arazmixলিঙ্কড ইনঃ Click This Link
ফোনঃ 01813854079 , 01670724341
ই-মেইলঃ ,
ব্র্যান্ড ফেইসবুক পেইজঃ https://www.facebook.com/TZONEBD ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।