আমাদের কথা খুঁজে নিন

   

সরসিজ আলীম_এর কবিতা



প্রেমালাপ ০১ ও শালিক, পায়ে পায়ে আমাদের মৃত্যুর বাড়ি ও পাখি, পায়ে পায়ে তোমাদের মৃত্যুর বাড়ি চারপাশে আমরা-তো সবাই শববাহক চারপাশে তোমরা-তো সবাই শববাহক কাজের শেষে গাছে গাছে সন্ধ্যা নামুক আর ভোরের আলোরা পাখি হোক পাখি হোক। শালিক পাখি, এই আমাদের তারার মেলা এই আমাদের নেচে নেচে সারারাত ঘুমিয়ে যায় তালপাতায়, ও পাখিরা, এই আমাদের ধান ক্ষেত এই আমাদের চাঁদটা সারারাত মাঠে মাঠে গড়াগড়ি খায়। ও পাখিরা, গাঁয়ে গাঁয়ে তোমাদের মৃত্যুর বাড়ি ও পাখিটা, ঘরে ঘরে আমাদের মৃত্যুর বাড়ি বেলা শেষে আজ বৃষ্টি নামুক বৃষ্টি নামুক ভোরের আলোরা আজ পুষ্প হোক পুষ্প হোক। প্রেমালাপ ০২ একজোড়া শালিকের জোড়ায়-জোড়ায় শালিকদের প্রেমালাপ হাত ধ’রে ধ’রে দোল দিচ্ছিলো ফাঁকা মাঠের হাওয়ায়, হাওয়ারা সব রোদের ভেতর দিয়ে উড়ে উড়ে গিয়ে ব’সেছিলো গাছেদের একেলাদের ছায়ায়, ছায়ারা তবে লাল-হলুদ বিজ্ঞাপনী ব্যানার হ’য়ে টানটান ঝুলে ছিলো মহাসড়কের উপর। জোড়া শালিকেরা যখন পরষ্পর বাহুলগ্ন-সান্নিধ্য যাপন করে, আর রাত বাড়তে থাকে, আমাদের মাননীয় সাংসদবৃন্দের বুকের অসুখ বাড়তে থাকে, শুধু এ্যাম্বুলেন্সের গোঙানি শোনা যায়, আর তখন বিজ্ঞাপনী ব্যানারগুলো লাফ দিয়ে পড়ে ফুটপাতের উপর, আর ব্যানারগুলোর-বিছানাতে গৃহহীন মানুষগুলো গাঢ় ঘুমে ডুব দিয়ে সারা আকাশে নক্ষত্রের আলো জ্বেলে দ্যায়, আর আমরা ঘরে ঘরে জোড়া শালিক হতে থাকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।