জবাকুসুম
জবাকুসুম গন্দমের এক দোকান খুলিয়াছে
চৌ-রাস্তার বাঁকে বেশ একটা দোকান খুলিয়াছে
তাহাদের জবাকুসুম বেশ একটা বাজার খুলিয়াছে
বাহ্ বেশ জবাকুসুম গন্দমে বেশ উদরপূর্তি হয়
তাকদুম আলো-কালোতে তাকদুম নরনারীতে বেশ হয়
আর প্রতি প্রাতে বেশ ভালো মল বেশ ত্যাগ হয়
আর মলের সহিত একটি-দুটি স্বর্ণডিম্ব বাহির হয়
তাই সাতসকালে স্নানঘরে লাফ হয় আর ঝাঁপ হয়
তাই স্বর্ণডিম্ব মাথায় লইয়া হারে রে-রে দৌড় হয়
জবাকুসুমের দোকানখানি আসাধারণে ধন্য
রাষ্ট্রিয় মর্জির অনুগতদের খেয়াল-খুশির জন্য
সাত আসমানের পেয়াদাগণ প্রথম কাতারে গন্য
জবাকুসুম জবাকুসুম মর্জির কোন ধার পাতি না
জবাকুসুম জবাকুসুম আমরা কারো অনুগত না
বেপরোয়া লোক রাষ্ট্র ও রীতির ধারেও না কাছেও না
০৩.০৬.২০০৯, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।