কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি
খুঁজিতেছি পথ রাহী নয় অলি-গলি,
চাই না হইতে কোনো তরিকার বলি।
সুপথে যাচনা করি তোমার সহায়
ডাক দিই- জাগো বাহে, কুণ্ঠে সবায়!
আদম হইতে যেই সিলসিলা জারি
যে পথে ইব্রাহিম বাঁধিয়াছে সারি,
তার পিছে ঈসা মুসা শেষে আহমদ
সে পথে চলিতে সিধা করিও মদদ।
যে পথে সেকান্দর খোয়াজ খিজির
বুজুর্গ দরবেশ অলি সুফি পীর,
সেই রাহে হতে চাই ছায়া রাহাগির
তাজা রেখো রুহে সেই নূরের তাসির।
কায়েম রাখিও সদা শাহি রাস্তায়
ফ্যাতনা-ফ্যাসাদ যেনো আমারে না পায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।