মানুষ চেনা সহজ নয়। বন্ধু চেনা আরো কঠিন। সত্যিই কী কঠিন? নিচের উপায়গুলো ট্রাই করে দেখতে পারেন। অবশ্য ব্যর্থ হইলে এই অধমকে দায়ী করা চলিবে না। কেননা বন্ধু দিবস উপলক্ষে ইহা একটি আগাম বন্ধু বিষয়ক রম্য পোস্ট...
উপায়-০১
বন্ধু চাহিবা মাত্র তাকে সামর্থ অনুযায়ী কিছু টাকা ধার দিন।
এই টাকা পাওয়ার আশা আপনি ত্যাগ করুন। ধরে নিন এটা আপনার ইনভেস্ট। এরপর চুপচাপ লক্ষ্য করুন বন্ধু কথা অনুযায়ী আপনাকে টাকা ফেরত দেয় কিনা। দিলে কীভাবে দেয়। আপনার পাওনা টাকা ফেরত দেয়ার ব্যাপারে তার সদিচ্ছা বা মনোভাব কেমন সেটা লক্ষ্য করুন।
ব্যস্ এতেই চলবে... আপনি বুঝে যাবেন যা বোঝার।
উপায়-০২
আপনি কৃত্রিম সংকট তৈরী করুন। ভাব দেখান আপনি হেভী বিপদে পরছেন। এবার বন্ধুর সাহায্য চান। আপনাকে সাহায্যের ব্যাপারে প্রিয় বন্ধুর সদিচ্ছা বা মনোভাব কেমন সেটা লক্ষ্য করুন।
এবার খুব সহজেই বুঝতে পারবেন সে আপনার কেমন বন্ধু।
এবার একটি প্রাসঙ্গিক গল্প। আমেরিকান সৈন্য ইরাক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ঘটনা সেই সময়ের। এক প্লাটুন সৈন্য ইরাক যুদ্ধে পাঠানো হবে। কমান্ডার বিমানে ওঠার আগে সবাইকে সাবধান করে বললেন, তোমাদের যে শুধু ইরাকী সেনাদের বিরুদ্ধেই যুদ্ধ করতে হবে তা কিন্তু নয়।
সেখানে মরুভূমিতে বিষাক্ত অনেক পোকা-মাকড় এমন কি বিচ্ছুর বিরুদ্ধেও তোমাদের লড়াই করতে হবে। তবে চিন্তার কিছু নেই। বিচ্ছু কামড়ালে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতস্থান থেকে চুষে বিষ বের করে ফেলতে হবে। আর কোনো প্রশ্ন? একথা শুনে এক নিগ্রো সৈনিক হাত উঠালো-
: স্যার, আমার একটা প্রশ্ন আছে।
: কী প্রশ্ন?
: আমার পশ্চাদ্দেশে বিচ্ছু কামড়ালে আমি সেখানে চুষবো কী করে? আমার মুখ তো সেখানে পৌঁছাবে না!
: সেদিনই তুমি জানতে পারবে এই প্লাটুনে কে তোমার আসল বন্ধু।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।