আমাদের কথা খুঁজে নিন

   

অরুন আমরা ফিরে এসেছি

আমি এমন এক সাধারন মানুষ হতে চাই যে অসাধারন হবার পেছনে দৌঁড়ায়না এবং বিনা প্রশ্নে কিছু গ্রহন করেনা । অরুন তুই দেখছিস ? আমরা এসে গেছি , আশাভঙ্গের ডোবা থেকে বহুকালের পঁচা-গলা জনপথে ফিরে এসেছি আমরা , খোলনলচে পাল্টে দিতে বিক্রি হয়ে যাওয়া জনপথে , উৎসবমুখর জীবনের পালাবদলে দলে দলে এসেছি আমরা । বেঁচে থাকার প্রতিটি মুহূর্তে তুই স্বপ্ন দেখতিস , ইট চাপা ঘাস সবুজ হয়ে উঠবে অনাবিল প্রাণশক্তিতে । জনস্রোতের মেলবন্ধনে ইতিহাসের পুনরাবৃত্তিতে আয়েশে দিনানিপাত করে যাওয়া দেশোদ্রোহী শুয়োরেরা পাততাড়ি গুটিয়ে পালাবে । তুই শেষ করে দিয়েছিলো নিজেকে , আমি পারিনি , আমরা পারিনি ।

স্বপ্নগুলোয় পরবর্তীতে কর্ষণ হয়নি চলে যাওয়ার আগে তুই যাদের আশ্রয় করে বেঁচে থাকতিস প্রতিক্ষণ । অরুন তোর কথা মনে পড়ে আমার , ফিরে গেছি আমরা তোর প্রিয় জনপথে । তোর দুর্নিবার স্পর্ধা আমাদের হাতিয়ার হয়ে উঠেছে । বিদ্রোহের যেই সঙ্গীতের সাথে আমাকে পরিচয় করে দিয়েছিলি , তার অপূর্ব সুরে আমরা উৎসবকে দূরে ঠেলে সকল গ্লানি দূর করতে ফিরে গেছি তোর প্রিয় জনপথে । সময় কত দূর চলে গেছে , প্রিয়জন মুখ ফিরিয়ে নিয়েছে পাখির ডাকে আন্দোলিত হইনি কতদিন , মাহেন্দ্রক্ষন এসেছে অবশেষে , অরুন তুই দেখ আমরা ফিরে এসেছি ।

নিরীহরা আজ সশস্ত্র হয়ে উঠেছে , আমরা স্বপ্নগুলো কর্ষণ করতে শুরু করেছি তুই যেমনটা চেয়েছিলি । অরুন তুই দেখ আমরা ফিরে এসেছি , দেশোদ্রোহীদের নিশ্চিহ্ন করতে তোর প্রিয় জনপথে ফিরে এসেছি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.