............................................
আমি ব্লগে রেগুলার হয়েছিলাম তখন আমি এসএসসি পরীক্ষার পর। তখন দোস্ত উদাসী ব্লগে আসলো। সে প্রথম থেকেই আমাকে ‘এই পোলা এই পোলা’ বলে সম্বোধন করত যেটা আমার তখন খুব ভাল লাগতো। আমি ওরপর থেকে আর কারো ভুল ভাঙ্গাইনি আমি মেয়ে। সে তখন পুরা ফর্মে থাকত।
তাকে আমি আবার বোনমিল্স বলে ডাকতাম। ব্লগে ফার্স্টের দিকে মাহবুব মোর্শেদ নামক এক ব্লগার ছিলেন যিনি বিভিন্ন ব্লগারদেরকে নিয়ে পোস্ট দিতেন এভাবে ‘অমুককে ব্লগার হিসেবে আপনার কেমন লাগে?’-এই টাইপ থাকত টাইটেল। আর বাকীটাতে সেই ব্লগারের নানান রকম প্রশংসায় ভর্তি থাকত। সিদ্ধান্ত নিলাম আমিও মাহবুব মোর্শেদের মত একটা পোস্ট দিবো কিন্তু কাকে নিয়ে দিবো(!! )চিন্তায় ছিলাম। শেষ পর্যন্ত একটা ওই টাইপ পোস্ট দিলাম উদাসীকে নিয়ে।
অবশ্য অনেক ছ্যাচাও খাইছিলাম কারণ দোস্ত কিছু ব্লগারদেরকে তখন এমন খুঁচাত যে তারা তার প্রতি অতিষ্ট ছিল। তাই তাকে ডলার পাশাপাশি আমি ডলিত হয়েছিলাম। (দোস্তর খুঁচানির শিকার ছিল গন্ডার, মনের কথা আরো কে কে যেন ছিল)
ওই পোস্ট দেয়ার পর আধাঘণ্টা সে কথা বলতে পারেনি। তারপর পোস্টে গিয়ে স্টার স্টার ভাব করে বলা শুরু করলো, চানাচুর তুমি তো আমারে লজ্জায় ফেলায় দিলা!! আসলে জীবনে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি....এই জন্য আমি নিজেকে অসম্ভব লাকি ভাবি। .....
তখন তো পোস্ট ড্রাফট করা যেত না তাই ওই পোস্টটাও আর নাই।
নাহলে এইসব দিনেও তাকে আরেকটু লজ্জা দেয়া যেত ….কেন যে মুছছিলাম
এরপর হঠাৎ এই লোকটা উধাও হয়ে গেল। পরে জানা গেছে সে নাকি ছ্যাঁক খাইছিল। তাকে বলতাম ফিরে আসতে কিন্তু সে অনেক অজুহাত দেখাত আর আসত না। তারপর একদিন সে অনেকদিন পর ফিরে আসলো তখন অনেক খুশি হয়েছিলাম। কিন্তু এই ফিরে আসার পর দেখছি মাঝে মাঝে সে উদাস হয়ে যায়।
সবাইকে যে এত আনন্দ দেয় অথচ সে কেন এত উদাস হবে??!!
আমাকে তার অপূর্ণদৈর্ঘ্যের বাংলা ছি:নেমায় শহীদ কাপুরের সাথে নায়িকা বানাবে । পড়ুন তার ছি:নেমা Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।