আমাদের কথা খুঁজে নিন

   

তথ্যচিত্র 'পয়লা বৈশাখ' : হাঁ ভাই, আসিতেছে পাবলিক লাইব্রেরীর রূপালী পর্দায়

ভাগাড়ের তেলাপোকা চলল সমুদ্র দেখতে শাহবাগের প্রজন্ম চত্বরে লাখো জনতা যুথবদ্ধ হয়েছে যুদ্ধাপরাধীদের ফাঁসীর দাবীতে । আমাদের পূর্বপরুষেরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হাতে তুলে নিয়েছিল হাতিয়ার , শত্রুর কবল থেকে মুক্ত করেছিল আমাদের মাতৃভূমিকে । জাফর সাদিক আর শানু মানিক নামর দুই তরুনও হাতে হাতিয়ার তুলে নিয়েছে , তবে রাইফেল-স্টেনগান নয় ! ক্যামেরা !!! ভিডিও ক্যামেরার ম্যাগনেটিক ফিতায় তুলে ধরার চেষ্টা করেছে দেশকে, দেশের ইতিহাস আর সংস্কৃতিকে। যুদ্ধপরাধীদের দোসর সংস্কৃতিবিরোধি মৌলবাদিরা হামলা করেছিল রমণার বটমূলে; তাদের সেই অপচেষ্টার দলিলও রাখা হয়েছে এই তথ্যচিত্রে। মূলত: তথ্যচিত্রটি পয়লা বৈশাখ নিয়ে, নামটাও তাই 'পয়লা বৈশাখ' (The day of Celebration)।

কিন্তু এই তথ্যচিত্র শুধুমাত্র পয়লা বৈশাখ নয়, তুলে এনেছে আবহমান বাংলা ও বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে। এই তথ্যচিত্রে মূল্যবান সাক্ষাৎকার দিয়েছেন বিশিষ্ট ইতিহাসবিদ মুনতাসীর মামুন, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, ছায়ানটের অধ্যক্ষ সনজিদা খাতুন সহ আরো অনেকে। প্রামাণ্যচিত্রটিতে ধারাভাষ্য দিয়েছেন চিত্রলেখা গুহ ও কবিতা পাঠ করেছেন ভাস্বর বন্দোপাধ্যায় এবং আবহসঙ্গীতের কিছু অংশ করেছেন সৈয়দ সাবাব আলী আরজু। ১৪ই ফেব্রুয়ারী,২০১৩, বৃহস্পতিবারে শাহবাগের গণগ্রন্থাগার মিলনায়তনে হবে এই তথ্যচিত্রের প্রদর্শনী (সকাল ১০ট থেকে সারা দিন)। আসুন তথ্যচিত্রটি দেখি, উজ্জীবীত হই বাংগালিয়ানার মন্ত্রে, জানি দেশ ও দেশের ইতিহাস-ঐতিহ্যকে।

আর সেইসাথে, উৎসাহিত করি নতুন দিনের সৈনিকদের দেশপ্রেমের মন্ত্র বুকে নিয়ে এগিয়া যাবার। শাহবাগের প্রজন্ম চত্বরে লাখো জনতা যুথবদ্ধ হয়েছে যুদ্ধাপরাধীদের ফাঁসীর দাবীতে । আমাদের পূর্বপরুষেরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হাতে তুলে নিয়েছিল হাতিয়ার , শত্রুর কবল থেকে মুক্ত করেছিল আমাদের মাতৃভূমিকে । জাফর সাদিক আর শানু মানিক নামর দুই তরুনও হাতে হাতিয়ার তুলে নিয়েছে , তবে রাইফেল-স্টেনগান নয় ! ক্যামেরা !!! ভিডিও ক্যামেরার ম্যাগনেটিক ফিতায় তুলে ধরার চেষ্টা করেছে দেশকে, দেশের ইতিহাস আর সংস্কৃতিকে। যুদ্ধপরাধীদের দোসর সংস্কৃতিবিরোধি মৌলবাদিরা হামলা করেছিল রমণার বটমূলে; তাদের সেই অপচেষ্টার দলিলও রাখা হয়েছে এই তথ্যচিত্রে।

মূলত: তথ্যচিত্রটি পয়লা বৈশাখ নিয়ে, নামটাও তাই 'পয়লা বৈশাখ' (The day of Celebration)। কিন্তু এই তথ্যচিত্র শুধুমাত্র পয়লা বৈশাখ নয়, তুলে এনেছে আবহমান বাংলা ও বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে। এই তথ্যচিত্রে মূল্যবান সাক্ষাৎকার দিয়েছেন বিশিষ্ট ইতিহাসবিদ মুনতাসীর মামুন, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, ছায়ানটের অধ্যক্ষ সনজিদা খাতুন সহ আরো অনেকে। প্রামাণ্যচিত্রটিতে ধারাভাষ্য দিয়েছেন চিত্রলেখা গুহ ও কবিতা পাঠ করেছেন ভাস্বর বন্দোপাধ্যায় এবং আবহসঙ্গীতের কিছু অংশ করেছেন সৈয়দ সাবাব আলী আরজু। ১৪ই ফেব্রুয়ারী,২০১৩, বৃহস্পতিবারে শাহবাগের গণগ্রন্থাগার মিলনায়তনে হবে এই তথ্যচিত্রের প্রদর্শনী (সকাল ১০ট থেকে সারা দিন)।

আসুন তথ্যচিত্রটি দেখি, উজ্জীবীত হই বাংগালিয়ানার মন্ত্রে, জানি দেশ ও দেশের ইতিহাস-ঐতিহ্যকে। আর সেইসাথে, উৎসাহিত করি নতুন দিনের সৈনিকদেরদেশপ্রেমের মন্ত্র বুকে নিয়ে এগিয়া যাবার। শাহবাগের প্রজন্ম চত্বরে লাখো জনতা যুথবদ্ধ হয়েছে যুদ্ধাপরাধীদের ফাঁসীর দাবীতে । আমাদের পূর্বপরুষেরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হাতে তুলে নিয়েছিল হাতিয়ার , শত্রুর কবল থেকে মুক্ত করেছিল আমাদের মাতৃভূমিকে । জাফর সাদিক আর শানু মানিক নামর দুই তরুনও হাতে হাতিয়ার তুলে নিয়েছে , তবে রাইফেল-স্টেনগান নয় ! ক্যামেরা !!! ভিডিও ক্যামেরার ম্যাগনেটিক ফিতায় তুলে ধরার চেষ্টা করেছে দেশকে, দেশের ইতিহাস আর সংস্কৃতিকে।

যুদ্ধপরাধীদের দোসর সংস্কৃতিবিরোধি মৌলবাদিরা হামলা করেছিল রমণার বটমূলে; তাদের সেই অপচেষ্টার দলিলও রাখা হয়েছে এই তথ্যচিত্রে। মূলত: তথ্যচিত্রটি পয়লা বৈশাখ নিয়ে, নামটাও তাই 'পয়লা বৈশাখ' (The day of Celebration)। কিন্তু এই তথ্যচিত্র শুধুমাত্র পয়লা বৈশাখ নয়, তুলে এনেছে আবহমান বাংলা ও বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে। এই তথ্যচিত্রে মূল্যবান সাক্ষাৎকার দিয়েছেন বিশিষ্ট ইতিহাসবিদ মুনতাসীর মামুন, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, ছায়ানটের অধ্যক্ষ সনজিদা খাতুন সহ আরো অনেকে। প্রামাণ্যচিত্রটিতে ধারাভাষ্য দিয়েছেন চিত্রলেখা গুহ ও কবিতা পাঠ করেছেন ভাস্বর বন্দোপাধ্যায় এবং আবহসঙ্গীতের কিছু অংশ করেছেন সৈয়দ সাবাব আলী আরজু।

১৪ই ফেব্রুয়ারী,২০১৩, বৃহস্পতিবারে শাহবাগের গণগ্রন্থাগার মিলনায়তনে হবে এই তথ্যচিত্রের প্রদর্শনী (সকাল ১০ট থেকে সারা দিন)। আসুন তথ্যচিত্রটি দেখি, উজ্জীবীত হই বাংগালিয়ানার মন্ত্রে, জানি দেশ ও দেশের ইতিহাস-ঐতিহ্যকে। আর সেইসাথে, উৎসাহিত করি নতুন দিনের সৈনিকদের দেশপ্রেমের মন্ত্র বুকে নিয়ে এগিয়া যাবার।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.