জাতীয় মননের কবি ফররুখ আহমদকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করলেন কণ্ঠশিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক সংগঠক সাইফুল্লাহ মানছুর। স্পন্দন অডিও ভিজ্যুয়াল সেন্টারের ব্যানারে নির্মিত এ তথ্যচিত্রটি বেশ ক’বছর আগেই বাজারে এসেছিল। সম্প্রতি এটি আরও তথ্যসমৃদ্ধ হয়ে প্রকাশ পেয়েছে। ৪৫ মিনিট দৈর্ঘ্যের এই তথ্যচিত্রে স্থান পেয়েছে ফররুখ আহমদের জীবন ও কর্মের নানা দিক। ‘ফররুখ আহমদ : জীবন ও কর্ম’ শীর্ষক এ তথ্যচিত্রে ফররুখের জীবন ও সৃষ্টিকর্মের ওপর আলোকপাত করেছেন জাতীয় অধ্যাপক মরহুম দেওয়ান মোহাম্মদ আজরফ, ড. আশরাফ সিদ্দিকী, শিল্পী মুস্তাফা মনোয়ার, কথাশিল্পী মাফরুহা চৌধুরী প্রমুখ।
এতে আরও রয়েছে কবির সহধর্মিণী মরহুমা সৈয়দা খাতুন ও কবির একমাত্র জীবিত ছোট ভাইয়ের সাক্ষাত্কার। তথ্যচিত্রে ফররুখ আহমদের গান সম্পর্কে বলেছেন ও গেয়েছেন ফেরদৌসী রহমান, মুস্তাফা জামান আব্বাসী ও শবনম মুশতারী প্রমুখ। ফররুখের কবিতা থেকে আবৃত্তি করেছেন এনামুল হক। ফররুখ আহমদের জন্মস্থান মাগুরা জেলার মাঝআইল, ঢাকার কমলাপুরে ফররুখের মাজারসহ ফররুখ স্মৃতিবিজড়িত স্থান উঠে এসেছে তথ্যচিত্রে। বাংলাসাহিত্যের কালজয়ী কবি ফররুখ আহমদকে নিয়ে এটিই প্রথম এবং একমাত্র তথ্যচিত্র বলে জানা যায়।
সম্প্রতি কবির ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি টেলিভিশন চ্যানেলে তথ্যচিত্রটি প্রচার করা হয়। তথ্যচিত্রটি দেশের বিভিন্ন স্থানে স্পন্দনের শো-রুমগুলোতেও পাওয়া যাবে।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।