আমাদের কথা খুঁজে নিন

   

এইডস নিয়ে আফজাল হোসেনের তথ্যচিত্র

আমার দেশ আমার সংস্কৃতি

এইডস সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন আফজাল হোসেন। এরই মধ্যে তিনি এ বিষয়ে বেশ কিছু বিজ্ঞাপনচিত্রও নির্মাণ করেছেন। এবার এইডস বিষয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করবেন তিনি। এ মাসেই তিনি নতুন এ তথ্যচিত্র নির্মাণ করবেন। বাংলাদেশে এইডস নিয়ে কী ধরনের কাজ হচ্ছে এবং এটা কতটা প্রভাব ফেলেছে মানুষের মধ্যে এ নিয়েই মূলত তথ্যচিত্রটি নির্মাণ করা হবে। আফজাল হোসেন বলেন, 'এইডস বিষয়ে সাধারণ মানুষের মনে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা যে কাজ করে আসছি, তা কতটুকু কাজে লেগেছে, বর্তমানে বাংলাদেশে এইডস রোগীদের অবস্থা কী_এর ওপর ভিত্তি করেই নির্মাণ করা হবে তথ্যচিত্রটি।'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.