আমাদের কথা খুঁজে নিন

   

প্লে লিস্ট:: রবীন্দ্র সংগীত

আজ সৃষ্টি সুখের উল্লাসে - মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে আজ সৃষ্টি-সুখের উল্লাসে।

আমরা যতই হার্ডরক,মেটাল বা কান্ট্রি কিংবা হিপ-হপ শুনি না কেন বিশেষ কিছু মুহূর্তে আমাদের রবীন্দ্র গীতির কাছে ফেরত আসতে হয়-ই।গানস এন্ড রোজেস,মেটালিকা,ডায়ার স্ট্রেইট,নির্ভানা কিংবা লেড জেপ্পেলিনের শুনে ক্লান্ত হয়ে আমাকে শুনতেই হবে ‘ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু!’ আমার কাছে যে সব রবীন্দ্র সংগ্রহ আছে বা প্রায়শ শুনা হয় তার মধ্য রেজওয়ানা চৌধুরী বন্যার গানই বেশি। এছাড়াও কলিম শরাফি,শ্রীকান্ত আচার্য,লোপা মুদ্রা মিত্র,সুমন ইসলাম আর ইদানিং শাহানা বাজপেয়ীর কন্ঠ ও খুব শোনা হয়। আপনারাও আপনাদের রবীন্দ্র সংগীত প্লে লিস্ট টা দিয়ে যেতে পারেন। আমার বর্তমান রবীন্দ্র প্লে লিস্ট:: আমার ভাংগা পথের রাংগা ধুলোয়_(সুবিনয় রায়) অচেনা কেউ হয় কি আমার ওরে_(শ্রীকান্ত আচার্য) আগুনের পরশমনি ছোয়াও প্রাণে (শ্রীকান্ত আচার্য/বন্যা) আমার এই পথ চাওয়াতেই আনন্দ_(রেজওয়ানা চৌধুরী বন্যা) আমারে তুমি অশেষ করেছ_(রেজওয়ানা চৌধুরী বন্যা) আমি তুমার প্রেমে হব সবার কলংকভাগী__(রেজওয়ানা চৌধুরী বন্যা) আসা যাওয়ার পথের ধারে__(রেজওয়ানা চৌধুরী বন্যা) আজি যত তারা তব আকাশে__(রেজওয়ানা চৌধুরী বন্যা) আজি হৃদয় আমার_ (শ্রীকান্ত আচার্য) এই ঊদাসি হাওয়া__(রেজওয়া চৌধুরী বন্যা) এসো নিপবনে ছায়াবিথী তলে__(রেজওয়ানা চৌধুরী বন্যা) একটুকু ছোয়া লাগে_(শ্রীকান্ত আচার্য) ভালবেসে সখী নিভৃত যথনে_(সুমন চট্টোপাধ্যায়) চাদের হাসি বাধ ভেঙ্গেছে__(রেজওয়ানা চৌধুরী বন্যা) ঝরে যায় ঊড়ে যায় গো আমার মুখের আচল খানি__(রেজওয়ানা চৌধুরী বন্যা) যখন পড়বে না মোর পায়ের চিহ্ন_( রেজওয়ানা চৌধুরী বন্যা) ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু_(কলিম শরাফী) কোন পুরাতন প্রাণের টানে_(শাহানা বাজপেয়ী) মেঘ বলেছে যাব যাব__(রেজওয়ানা চৌধুরী বন্যা/লোপা মুদ্রা মিত্র) মোর ভাবনারে কি হাওয়া মাতালো_(রেজওয়ানা চৌধুরী বন্যা) নীল নব ঘনে আষাঢ় গগনে_(রেজওয়ানা চৌধুরী বন্যা) তোমার খোলা হাওয়ায়_ (শাহানা বাজপেয়ী)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।