আমাদের কথা খুঁজে নিন

   

বিষয় : নিয়োগ বিজ্ঞপ্তি (Re Post)

সপ্ন দেখি সবসময় facebook.com/FaizulFaysal

সবাই হয়তো নিয়োগ বিজ্ঞপ্তির সাথে কমবেশী পরিচিত রয়েছেন। আমিও সামান্য হলেও পরিচিত ছিলাম এবং আছি। কিণ্তু এমন একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখলাম যে আবাক না হয়ে পারলাম না। সাধারনত নিয়োগের ক্ষেত্রে ছবি, সনদপত্র, চারিত্রিক সনদপত্র চাওয়া হয়। সবশেষ এডিশন ছিল ফেরত খাম।

এবার যা দেখলাম তাতে চক্ষু ছানাবড়া। ঘটনাটা ঘটেছে জেলা জজের কার্যালয়, কুড়িগ্রাম এর নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে। যা প্রকাশিত হয়েছে দৈনিক জনকন্ঠ (২২/০৬/০৯ইং পৃ:৫)& চাকরির খবর পত্রিকায়। এবার আসল খবর বলি...... ছবি, সনদপত্র,ফেরত খাম, চারিত্রিক সনদপত্রের সাথে চাওয়া হয়েছে সাদা কাগজ(Plane Paper), ১/২টি নয় দশ দশ টি যা আবার A4 সাইজের হতে হবে। ফেরত খাম চাওয়া হয় ৩-৫ টাকার ডাকটিকেট সহ, কিণ্তু এখানে চাওয়া হয়েছে ১২টাকার ডাকটিকেট।

ভাববার বিষয় হলো আগামীতে এমন না হয় যে নিয়োগ বিজ্ঞপ্তি ছাপানোর টাকাও না আমাদের দিতে হয়। কিংবা কলম,কালি,স্কেল বা অন্য কিছুও চাওয়া হতে পারে। আপনার কি মনে হয়, কি কি চাওয়া হবে নিয়োগ বিজ্ঞপ্তিতে?????? ১ম পোস্ট(নিয়োগ বিজ্ঞপ্তি)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.