আমাদের কথা খুঁজে নিন

   

তাৎক্ষণিক একটি গানের খসড়া

_________________সেলাই গাছের কারখানা _______________________________________

সৈয়দ আফসার কেমনে রাখমু ধরে জ্বালা বাড়ে চোখে রে সখি, জ্বালা বাড়ে চোখে কার বুকে তুই করলি বসত আমায় দূরে রেখে (২) দ্বিধার চোখে একা-একা কত কিছু বাঁধা তবু্ও তুই হইলে না আমার মনের রাঁধা ( ২) দেখাদেখি মাখামাখি কিছুই নাই বাকি দিবানিশি তোরে ডাকি হইয়া একাকি (২) শয়নে স্বপনে তোরে বাইন্ধ্যা রাখছি বুকে তুই আমায় বানাই রাখলি ক্ষুদ্রদর্শকে (২) মনে চাইলে শেষ যৌবণে একবার আইসো ফিরে নাইলে একা কেমনি থাকমু শোইয়া মাটির ঘরে (২) বুকের জ্বালা চোখের জ্বালা কেমনি রাখমু ধরে জ্বালায় জ্বালায় দিন যে ঘনায়, ঘনায় পথ কবরে (২)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.