আমাদের কথা খুঁজে নিন

   

গ্রীষ্মের দৃশ্যপট

আহসান জামান

বসন্তের কোমল বাতাসের শিহরণে কবেই জেগে উঠেছে বনবীথি; অসংখ্য বনফুল-হাসির কল্লোলে বিমহিত অরণ্যময় আর বাদামী দিগম্বর বৃক্ষরা পরেছে সবুজপাতার ঘটি-হাতা-ফ্রক। ঝাঁক ঝাঁক পতঙ্গের মুখে মধুর সমষ্টি; গচ্ছিত আগামীদিন; ফুলে উঠে পূর্ণিমার রাত। পোড়া-পারদ-উপেক্ষার চশমায় দু'চোখ ঢাকে আর নারীরা কেবল ফসকে যায় এইসব গ্রীষ্মবেলায় - মোড়ক খোলার ছলে, খুলে দেয় শরীরের সবকটি ভাঁজ। গলাব্দি তৃষ্ণার চাদর জড়িয়ে খোলে নরোমজলের বোতল আর আনমনে সারাগায়ে মেখে নেয় তৃপ্তির স্নান। এইখানে গ্রীষ্মপ্রহর; জলে ভেজে জলজ আর উড়ন্ত বালিকার দল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।