প্রবল শৈত্যপ্রবাহে যখন কাঁপছে উত্তর আমেরিকা, তখনই প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলছেন অস্ট্রেলিয়াবাসী৷ গ্রীষ্মের দাবদাহে অকালেই প্রাণ হারাচ্ছে বাদুড়, ক্যাঙারু, টিয়া-এমুর দল৷ ঝলসে বিবর্ণ হয়ে পড়ছে গাছপালা৷ ১৯৬০ সালের পর গরমের এত ভয়ঙ্কর দাপট দেখেননি অস্ট্রেলিয়াবাসী৷
ঋতুচক্রের স্বাভাবিক নিয়ম মেনেই ডিসেম্বর-জানুয়ারি মাসে গ্রীষ্মকাল থাকে অস্ট্রেলিয়ায়৷ কিন্ত্ত এবছর গরমের দাপট অন্যান্যবারের তুলনায় অনেকটাই বেশি বলে মত দেশবাসীর৷ অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিম উপকূলে পিলবারা এলাকার তাপমাত্রা এদিন ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ নিউ সাউথ ওয়েলস এর নারাবি-র উষ্ণতা ছিল ৪৭.৮ ডিগ্রি সেলসিয়াস৷ এর আগে ১৯৬০ সালে ওডনাডাট্টার তাপমাত্রা ছিল ৫০.৭ ডিগ্রি সেলসিয়াস৷ তার পর গ্রীষ্মের এত দাবদাহ দেখেননি অস্ট্রেলীয়রা৷ কিন্ত্ত কেন এবছর এত অস্বাভাবিক গরম পড়ল অস্ট্রেলিয়ায়? আবহাওয়াবিদ কার্লি ব্রাগেঞ্জার মতে, অবশ্যই বিশ্ব উষ্ণায়ন এর অন্যতম কারণ৷ তবে আরও একটি কারণ হল উত্তর অস্ট্রেলিয়ায় বর্ষার প্রবেশে বিলম্ব৷ বড়দিন থেকেই সে দেশে গ্রীষ্মের এই চরম দাপট শুরু হয়েছে, যা আরও কিছুদিন স্থায়ী হবে বলেই পূর্বাভাস ব্রাগেঞ্জার৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।