আমাদের কথা খুঁজে নিন

   

তোমার প্রতীক্ষ্যায়... ( একটি কবিতা ও ছবিতা)

আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।
আজ সমুদ্র সৈকতে বসেছিলাম তোমাকে দেখার প্রতীক্ষ্যায়, ভেবেছিলাম তুমি আসবে সাগরের কুল ঘেষে ঢেউরের সাথে মিশে ভিজাবে আমার তোমার ভালবাসার জলে। কিন্তু তুমি আসোনি, প্রত্যাশা আমার প্রত্যাশা ই রয়ে গেছে তোমার দেখা মিলেনে। ভেবে ছিলাম পরন্ত বিকেলে গোধূলির রঙ্গে তোমায় পাবে। আজ সব নীল ছিল, তোমায় দেখিনি, প্রত্যাশা আমার প্রত্যাশাই রয়ে গেছে বাস্তব আর হয়নি। ভেবে ছিলাম সন্ধা তারাদের মাঝে তোমায় খুঁজে পাবো দেখবো তোমার হাস্য উজ্জ্বল মায়াবী মুখ, তুমি এসেছিলে ঠিকই, কিন্তু হাসোনি। ভাবনা আমার ভাবনাই রয়ে গেছে। বাস্তব আর হয়নি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।