আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না!
তরুনা সু্ন্দরি মেয়ে, ওকে দেখে অন্তত এ কথা সবাই বলবে, রক্ষনশীল মানসিকতা সম্পন্ন গুনি একজন সাদা মনের মানুষ বলতে যা বুঝায় তার সব কটা দিকই ওর মধ্যো আছে । নেই সুধু জোর করে কোন কিছু আদায়ের চেষ্টা যে কারনে ওকে হারতে হয়, হ্যা খুব বেশি হারতে হয়
ভাইহীন পাঁচ বোনের মধ্যো তরুনা ২য়, বড় বোন নিজের ইচ্ছাতেই বিয়ে করেছে তার পছন্দের পাত্রকে, এরপর যথারিতী তরুনারই বিয়ে হওয়ার কথা, কিন্তু ওর বিয়েতে বিপত্তি বাধায় ওর ছোট বোন দীবা ,
তরুনা যদিও সুন্দরি তবে দীবার চেয়ে বেশি নয়, তরুনার বিয়ে নিয়ে যখন কেউ আলোচনায় আসে তখন দীবাকে দেখে তাদের মত্বদলেযায়
তারা তরুনাকে রেখে দীবাকেই পছন্দ করে বসে ওর পরিবার চায়না তরুনাকে রেখে দীবাকে বিয়ে দিতে ,আর ভেঙে যায় তরুনার বিয়ে ।
এসমাজের সুন্দরখেকো মানুষ গুলোর জন্য তরুনার কোন গতি হয়না
বয়ে চলে সময়,
দিবাকে দেখে অনেকেই প্রস্তাব পাঠায় বিয়ের জন্য ,ওর পরিবার অনেক ভেবে একটা প্রস্তাবে রাজি হয়ে যায় এ ছাড়া আর কিইবা করার আছে
বিয়ে তো দিতে হবে, তরুনা কাউকে কিছু বলতে পারেনা সুধু নিজেকে প্রবোধ দেয় এইবলে যে বোনের বিয়ে তো হচ্ছে আমার না হয় নাই হলো ,পাত্র পক্ষ আসে দীবাকে আংটি পড়িয়ে দিতে , দীবা ভিষন খুসি
খুব ভালো ঘরে ও বিয়ে হবে সব কিছু ঠিকঠাক এখন নির্দিষট কটা দিনের অপেক্ষা কিন্তু তরুনার অপেক্ষা অন্তহীন সে জানেনা তার পাত্র পক্ষ
কবে আসবে তার হাতে পড়িয়ে দেবে একটা আংটি,বিয়ের আংটি ।
আংটি পড়ানোর আসরে তরুনা থাকতে পারেনা ওর মাথাটা ভিষন ব্যাথা করে তরুনা নিজের ঘরে গিয়ে বিছানায় উপুরহয়ে থাকে ঠিক বোঝা যায়না ও কান্না করছে কিনা, তরুনার কান্না এরকমই কোন শব্দ হয়না
হয়তো ভেতরে বুক ফেটে টুকরো হয়ে যায় ,
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।