যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
বৃষ্টি নিয়ে ব্যাপক গবেষণার শুরুতেই দূর্ণীতির আশ্রয় নিতে হলো। এক শক্তিশালী গ্রুপ ঘুস দিতে চাইলো - যেন বৃষ্টির সর্বোচ্চ সুবিধা বিষয়ক তাদের বিতর্কিত মতবাদটা গ্রহণ করা হয়। সুতরাং অঙ্ক বুঝে বৃষ্টিকে তাদের দলভূক্ত করে দিলাম। এখন এই বৃষ্টিকে রিকশাতারিয়েত বলতে হচ্ছে। যদিও আমার জন্য ইহা সান্ধ্যকালিন অবকাশযাপন ছিল কিন্তু আপাতত কোনঠাসা হয়ে রিকশা-যাত্রীদের সাথে লগ্নমুখর হলাম।
রিকশা যাচ্ছিলো রুহিবাগ থেকে জকিবাগ। দুটোর মাঝখানে হুডখোলা সড়ক। আর রিকশার ভেতরে প্রাণহীন মানুষ। বুঝতেই পারছেন গবেষকের কথা বলছি। তখন বৃষ্টি নামলে সেই বৃষ্টিকে ষড়যন্ত্রমূলক বলা যায় না, কিন্তু উপরোক্ত সহকর্মীবৃন্দ যারা মনে করেন এই বৃষ্টির স্বত্ত্ব একমাত্র তাদেরই, এবং তাদের প্রকান্ড দম্ভে বৃষ্টির ফোটাগুলো ফেটে ফেটে সহমতের সাড়া দিচ্ছে - উদ্দেশ্যমূলক বলতে হবে।
আমি সেজন্য এই বৃষ্টিকে মেনে নিলাম, এ স্রেফ যাত্রাপথের নিরসতাকে দূরীভূত করার জন্য বর্ষিত হচ্ছে। দীর্ঘ পরিকল্পনার সফল বাস্তবায়ন।
জকিবাগ গিয়ে ভিজে চুপসে আমি তৃষ্ণার্ত হলাম। গবেষণায় প্রাপ্ত দীর্ঘ ফোটার শেষ পরশ গলানো আদ্রতা পান করা যায় না। দরকার ছিলো এবার সলিড জলজ।
ঠোঁটে।
কিন্তু দূর্ণীতির দায়ে অভিযুক্তির ভয়ে বৃষ্টিকে অন্যান্যদের মতবাদ হিসাবে আমি আলাদা করে রাখলাম। উদ্দেশ্যমূলক। চাহিবা মাত্র গবেষক তার রিপোর্টখানি জমা দিতে বাধ্য থাকিবেন। পান করতে পারবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।