আমাদের কথা খুঁজে নিন

   

তাজা কলমের আর্বিভাব



সুপ্রিয় ব্লগারবৃন্দ, শুভ বিকাল। ব্লগে আমার এই প্রথম আগমন। আপনাদের সহযাত্রী হয়ে ভাবের লেনদেনই মূল উদ্দেশ্য । মানুষ হিসেবে প্রত্যেকের নিজস্ব চিন্তা চেতনা আছে, যা সবার সাথে ভাগাভাগি করার মাঝে আছে অশেষ আনন্দ। তথ্যপ্রযুক্তির সন্তান ব্লগ এনে দিয়েছে এ সুযোগ।

অতএব ব্লগারদের মেলায় আমার এ অভিযাত্রা । (..... পুরানো পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানী !) বলা হয়, বাঙালি সমাজে কাক এবং কবির সংখ্যা প্রায় কাছাকাছি । আমারও কবিতা লিখার বাতিক আছে। (... দোহাই পালাবেন না । ) কবির কলমকে নিয়ে তাজা কলমের কবিতাটি কেমন লাগলো, অকপটে মন্তব্য করুন।

কবির কলম তাজা কলম নিষেধের তর্জনী চারদিক - বাঁধ ভাঙ্গা জোয়ারের মতোন তবুও কবির কলমের উত্তাল গতি । কবির মনোভূমে ঈশ্বরের বাস কবি তো ঈশ্বর; যতই সীমায়িত হোক তার শিল্পিত সৃষ্টির সুনীল দিগন্ত। দূর্বাশা মুনির মতো যতই চোখ রাঙাও কিংবা গড়ো চীনের প্রাচীর চারপাশ ঈশ্বর কি কোন বাধা মানবে? কবির হাতে ঈশ্বরের কলম দিবালোকে দিব্যরথে তেজোদ্দিপ্ত কবির সত্য শব্দ উচ্চারণ; দ্বিপ্রহরের সূর্যের মতোই কবির কবিতা প্রখর প্রত্যয়ী, সদা ভাস্বরিত - তাকে তুমি রুখবে কি করে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।