আমাদের কথা খুঁজে নিন

   

কুমিল্লার বরুড়ায় সাড়ে ৪লাখ মানুষের জন্য ২জন ডাক্তার।। ৭০টি পদ শূণ্য

কথা বলি মানুষের

কুমিল্লার বরুড়া উপজেলার প্রায় সাড়ে চার লাখ লোকের চিকিৎসা সেবার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বর্তমানে মাত্র দুজন ডাক্তার রয়েছেন। এতে করে উপজেলার দূরদূরান্ত থেকে আসা রোগীদের ডাক্তার না পেয়ে প্রাইভেট হাসপাতালে বাড়তি টাকা খরচ করে চিকিৎসা নিতে হচ্ছে। অপরদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন ডাক্তারও অতিরিক্ত সময় ধরে রোগী দেখতে গিয়ে হিমসিম খাচ্ছেন। স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা গেছে প্রায় ৭০টি পদই শূণ্য রয়েছে। লোকবলের অভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার সাড়ে চার লাখ মানুষ।

এতে করে তারা ঝুকছে বেসরকারি ক্লিনিকের প্রতি। কিন্তু সেখানে সেবার সাথে অতিরিক্ত ফি বহন করা দরিদ্র অসংখ্য মানুষের পক্ষেই কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় প্রয়োজন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে লোকবলের অভার পূরণ করা। শুধু বরুড়া নয় দেশের সকল উপজেলাতেই এই সকল সমস্যা বিদ্যমান। এই লোকবল নিয়োগের মাধ্যমে দেশের বেকারত্বও কিছুটা লাগব হবে।

তাই স্বাস্থ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি বেকারত্ব দূরীকরনেও লোকবল নিয়োগ জরুরী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.