আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রে যুগান্তকারী জলবায়ু পরিবর্তন বিল পাস

oracle.samu@googlemail.com

বৈশ্বিক উষ্ণতা কমাতে বিকল্প জ্বালানির সন্ধানে যুগান্তকারী জলবায়ু পরিবর্তন বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের আইন পরিষদ হাউস অব রিপ্রেজেন্টেটিভ। বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী কলকারখানার দূষণ রোধের জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার এ বিল শুক্রবার তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর পর জিতে যান। ওবামার শীর্ষ অগ্রাধিকারের অন্যতম এ বিলটি প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হলে ২১৯-২১২ ভোটে পাশ হয়। রিপাবলিকানদের মাত্র আটটি ভোট ডেমোক্র্যাটরা নিজেদের পক্ষে টানতে সক্ষম হয়। বিলটি পাসের ফলে যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানিগুলোকে, যার মধ্যে সেবাদান প্রতিষ্ঠানগুলো, তেল শোধনাগার, শিল্প কারখানাসহ অন্যান্য কোম্পানিগুলোকে ২০২০ সালের মধ্যে কার্বন ডাই অক্সাইডসহ বৈশ্বিক উষ্ণায়নে সহায়তকারী গ্যাসের নির্গমণ ১৭ ভাগ কমাতে হবে।

আর ২০৫০ সালের মধ্যে গ্যাস নির্গমণ কমানোর হার করতে হবে ৮৩ ভাগ। ২০০৫ সালের র্নির্গমণের লেভেলকেই এক্ষেত্রে মান ধরতে হবে। তাই তাদের এখন বিকল্প জ্বালানির সন্ধান করতে হবে। যে জ্বালানি কয়লা এবং তেলের চেয়ে পরিবেশকে কম উষ্ণ করে। আইন পরিষদের প্রধান পৃষ্টপোষক এবং জ্বালানি ও বাণিজ্য কমিটির চেয়ারম্যান হেনরি ওয়্যাক্সম্যান বলেন,"বিজ্ঞানীরা আমাদের বলেছেন এখন আমাদের মধ্যে বিরাট ঐক্য দরকার।

উষ্ণায়ন বাস্তব সত্য এবং এটা খুব দ্রুতই বাড়ছে। " তিনি আরও জানান, এ বিল পাসের ফলে চাকরি নতুন ক্ষেত্র প্রস্তুত হবে এবং তেলের উপর যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতা কমবে। কিন্তু রিপাবলিকানরা বলছে পুরো উল্টো কথা। তাদের মতে, এর মাধ্যমে পরিবেশের তো কোনও উন্নতি হবে না। এ বিল মন্দা কাটাতেও কোনও সহায়তা করবে না।

উল্টো চাকরির ক্ষেত্র প্রস্তুতের বদলে চাকরির বাজারকে আরও সংকুচিত করবে। প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতা তাই এই একে 'দি বিগেস্ট জব কিলিং বিল' হিসাবে আখ্যা দিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.