কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে
হঠাৎ করেই নিজের ভিতর কেমন যেন পরিবর্তন লক্ষ করছি। মন ভালো তারপরেও ভালো লাগে না। কেউ কোন হাসির কথা বললেও হাসি আসেনা। নিজের উপর প্রচন্ড রেগে থাকি কিন্তু কারও কাছে বলি না। সহকর্মীদের ভালো কথায়ও মন খারাপ করি, ভেতরে ভেতরে রেগে যাই কিন্তু বলি না।
এমনকি যার সাথে রাগ করি তাকেও বুঝতে দেইনা। চিরকালের অভ্যাস কথা কম বলা এখন যেন সেটা না বলাতে পরিনত হয়েছে। ওর কাছে ছাড়া কারও কাছেই ফোন করি না। বন্ধুরা সব বিলা হয়ে আছে। ইয়াহুতেও লগ ইন করিনা।
সা,ইনে আসলেও লগইন করে কমেন্ট করতে ভালো লাগে না।
এই কয়েক দিনে নিজের ভেতর এত বড় রকমের পরিবর্তনের মতো কোন ঘটনা ঘটে নি । সব কিছুই স্বাভাবিক ভাবে চলছিল। তবে কেন হঠাৎ করে এরকম উলটপালট হতে শুরু করেছে? এটা কি কোন চলমান পরিবর্তন ? আমি নিজেকে নিয়ে সুখী ছিলাম এরকম ভাবে বদলাতে থাকলে নিজেকে হারিয়ে ফেলবো মনে হয়।
কি লিখছি যা তা মাথাটা পুরা গেছে------------------আমি শেষ.............
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।