আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবো না ভুলিতে - E-mail ID: aznabi_aznabi@yahoo.com
কৌশিকের নিজ বাড়ীতে গড়া সাইবার ক্যাফে থেকে বোমা হামলার বিষয়ে ভুয়া ই-মেইল পাঠানোর অপরাধে গতকাল কৌশিককে গ্রেফতার করেছে পুলিশ। সাথে সাথে পুলিশ কৌশিকের সাইবার ক্যাফের সমস্ত কম্পিউটার বাজেয়াপ্ত করে বিশেষজ্ঞদের কাছে পরীক্ষা নিরিক্ষার জন্য প্রেরন করেছে। কৌশিকের এই অপরাধের সাথে আরো ৪/৫ জন জড়িত বলে পুলিশ সূত্র জানিয়েছে, যাদের একজন হচ্ছে ঐ সাইবার ক্যাফের ম্যানেজার (সাবিত্রী), যে ঐ ই-মেইলটি টাইপ করেছিলো।
গত পরশু বিকেল ৫.৫৬মি. নাগাদ দু'টি সংবাদ মাধ্যমের ই-মেইল এড্রেসে একটি মেইল আসে যে, ঐদিন রাত ১০.০০টা নাগাদ সল্টলেক সিটিতে একটি কালো গাড়ীতে রাখা বোমা বিষ্ফোরন ঘটানো হবে। সাথে সাথে বিষয়টি কলকাতা পুলিশকে জানানো হলে পুলিশ সমভাব্য এলাকায় চিরুনী তল্লাশী চালায় এবং পাশাপাশি মেইলকারীর সন্ধান বের করতে কাজ শুরু করে। উল্লেখ্য যে মেইলকারী মেইলটি পাঠানোর সময় প্রেরকের সমস্ত ইনফরমেশন বাদ দিয়ে পাঠায়। পুলিশ আইপি এড্রেস দিয়ে সনাক্ত করতে সক্ষম হয় যে মেইলটি কৌশিকের বাড়ীতে গড়া সাইবার ক্যাফে থেকে পাঠানো হয়েছে। এদিকে কৌশিকের প্রতিবেশীরা বিশ্বাস করতে চাইছে না যে কাজটি সে করেছে। তাদের মতে কৌশিক অত্যন্ত ভালো ছেলে, সে ঘটনার শিকার মাত্র।
তথ্য সূত্র: ইটিভি নিউজ, রাত ১১.০০টা, ৩০/০৭/২০০৮খ্রি.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।