আমাদের কথা খুঁজে নিন

   

কৌশিক তো লিখলো না তাই আমিই লিখলাম

আ মা র আ মি

প্রতি বৃহস্পতিবারই আমি খুঁজতে থাকি একটা দাওয়াতের। গত বৃহস্পতিবার ছিলো কৌশিকের বাসায়। খেলাম খুব মজা করে, গরু ভুনা (কে রেঁধেছিলো, তা না হয় সযতনে এড়িয়েই গেলাম)। খাওয়া শেষে তৃপ্তির ঢেঁকুর তুলে বলেছিলাম, আহারে মেলা দিন পরে আরাম করে খেলাম। সব দাওয়াত শেষে আমি এটাই বলি।

না, কাওকে খুশি করার জন্য না, অনুভুতির যায়গা থেকেই বলি। আবার এটাও নয় যে ভালো খাবার আমার জোটে না। চমৎকার সব খাবার নিয়মিতই পেটে পড়ে, তবু আমি তৃপ্তি পাই কেন যেন বন্ধুদের বাসায় দাওয়াতগুলো খেয়েই, হোক না তা ডাল- ভাত। প্রতিদিন একা একা খেতে বসি, তৃপ্তি পাই না। পেট ভরে, মন ভরে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।