যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
কথা হইতেছিল ঘরোয়া পরিবেশে, তবে ঠিক ঘরে না বাইরের রাস্তায়। কৌশিক আর সৃজন তাদের পুরো পরিবার সমেত। ফলে আমি একটু ব্যাকফুটে।
আমি যে ব্যাকফুটে সেইটার কারণ কৌশিকই ঘটাইয়া দিল। আলোচনার এক পর্যায়ে যখন যৌনতার কথা উঠল, তখন ভাবী বললেন শরৎ ভালো ছেলে বিয়ে করে নাই এখনো এইসব বুঝে না। (পরিবেশ এমন যে আমি কোন কথাও কইতে পারতাছিনা। ) এমন সময় কৌশিক বলল, সবাই কি আমাদের (মানে তার আর সৃজনের) মত পবিত্র ছেলে নাকি। এখনকার ছেলেমেয়েরা তো বিয়ের আগেই অপবিত্র হয়া যায়।
জনগণ দেখেন, তারা বিবাহিত হইবার ক্ষমতা ব্যবহার করিয়া নিজেদের পবিত্র দাবী করে আবার আমারে অপবিত্র বানায়, এইটা ঘোরতর অন্যায়। আমি সকল অবিবাহিতদের(সহানূভূতিশীল বিবাহিতদের) কাছে এহেন ন্যাক্কারজনক ট্যাগিং এর তীব্র প্রতিবাদ কামনা করছি। কৌশিক বেশি বাইরো না.....তোর পবিত্রতার খোলশ আমি খুলে দেব শয়তান। বিয়া কইরা এখন পাট লও???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।