শঙ্খপাপ আমার
তিনটি পুরানো জামা
চোখের গর্তে শীতার্ত আছে
আমি পরাজিত কারো পক্ষে, আমি জানি ওদের আস্তিনে
লুকিয়ে আছে শোকের তীব্রতা, ওদের চোখের গর্তে শীতার্ত আছে
প্রতিশোধের তেলাপোকা।
২৮/০৫/২০০৮
খণ্ডখণ্ড করে মিশে নিয়েছি
ড্রয়ারের পড়ে আছে বিবিধ মদ ও নিঃশব্দের বাগান;
তোমার শরীর মিশে দিয়েছি রাতপানে। জলের অধর ছুঁয়ে যারা খবর দেয় সর্বরঙা প্লাবনের, তাদের খণ্ডখণ্ড করে মিশে নিয়েছি পানগ্লাসে।
২৬/০৫/২০০৬
সরল বিশ্বাস
পৃথিবীর সকল মৃত মুখেরা প্রতি দুর্বার পূর্ণিমায়
চলে আসে দিগন্তের কাছাকাছি - আমার কেবলি মনে হয়
অজস্র জোনাকী চোখে নক্ষত্রের পাশ থেকে তাকায়
অবলোকন করে উত্তরপুরুষের অমীমাংসিত নগ্ন অবক্ষয়।
২০০৪
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।