যুক্তরাষ্ট্রে সহপাঠীকে বিয়ে করলেন ড. ইউনূস কন্যা মনিকা
কৌশিক আহমেদ: গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের কন্যা মনিকা ইউনূস বিয়ে করেছেন। বর তারই এক সহশিল্পী ও সহপাঠী ব্রান্ডন ম্যাকরিনল্ডস। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত ১৪ জুন তিনি নিউজার্সি অঙ্গরাজ্যের ট্রেনটনে অবস্থিত সেন্ট ভ্লাদিমির অর্থডক্স চার্চে খ্রিস্টান ধর্মাচার অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন। ধর্মজাজক রেভারেন্ড পল এস শাপরান বিয়েতে ধর্মযাজকের ভূমিকা পালন করেন। খবর: সাপ্তাহিক বাঙালী ও নিউজ ওয়ার্ল্ড
নববিবাহিতা মনিকা ও তার স্বামী ব্র্যান্ডন দুজনই অপেরা শিল্পী ও জুলিয়ার্ড স্কুল অব মিউজিক থেকে ভোকাল আর্টসে মাস্টার্স করেছেন এক সঙ্গে।
তাদের দু’জনের বয়সই ৩২ বছর।
মনিকা বিয়ে করলেও তার বাবার নামে রাখা শেষ নাম পরিবর্তন করবেন না বলে জানিয়েছেন। তিনি নিউইয়র্কের বিখ্যাত মেট্রোপলিটান অপেরার নিয়মিত সোপরানো।
মনিকার মা ভেরা ফরোসটেনেকো ইউনূস নিউজার্সির বাসিন্দা। নিউজার্সির লরেন্সভিলে ইয়ুথ ও ফ্যামেলি সার্ভিসের একজন কেইস ওয়ার্কার হিসেবে বর্তমানে তিনি কর্মরত রয়েছেন।
মনিকার স্বামী ব্রান্ডন ম্যাকরিনল্ডসের বাবা মা টেক্সাস অঙ্গরাজ্যের সুইটওয়াটারের বাসিন্দা। সেখানে তার মা মেরেলিন স্থানীয় একটি চার্চের কর্মকর্তা ও বাবা কাউন্টি কলোসিয়ামে কর্মরত।
১৪ জুন মনিকার বিয়েতে ড. ইউনূসসহ বিভিন্ন সত্মরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হলেও এর কোনো প্রচারণা করা হয়নি। বিয়েটি একানত্মই পারিবারিক গণ্ডিতে সম্পন্ন করা হয়েছে।
উলেস্নখ্য যে, সোপরানো শিল্পী মনিকা ‘সিং ফর হোপ’ নামক একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পরিচালক।
এর মাধ্যমে সংগৃহিত অর্থ বিভিন্ন হাসপাতালসহ মানবতার কল্যাণে ব্যয় করা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।