দেশজুড়ে চলমান যুদ্ধময় পরিস্থিতির খবর টিভি চ্যানেলে দেখেননা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী আসমা।
অশান্তির খবর দেখে বা শুনে দুশ্চিন্তা হবে এবং তাতে তার শরীর খারাপ করতে পারে ও সৌন্দর্যকে প্রভাবিত করবে বলেই টিভি দেখেননা তিনি।
দু বছরেরও বেশি সময় ধরে সিরিয়ায় চলছে মৃত্যুর মিছিল, ক্ষুধার যন্ত্রণা, রক্তের বন্যা এবং মুসলিম জনগোষ্ঠির সাথে পশ্চিমাবিশ্বের নির্মম রসিকতা।
গৃহযুদ্ধে বিপর্যস্ত সিরিয়ায় প্রেসিডেন্টে আসাদের সন্তানরা এখনও ব্রেকফাস্ট করে পশ্চিমী খাবর দিয়ে। একটুও বদলায়নি সিরিয়ার রাষ্ট্রপ্রধানের স্ত্রীর বিলাসী জীবন।
এখনও আগেরমত দামি পোশাক ও গহনায় আবৃত্ত থাকেন। সৌন্দর্য্য ধরে রাখতে ঠিক আগের মত রুপচর্চা অব্যাহত আছে লন্ডনের কিংস কলেজের প্রাক্তন ছাত্রী বিধ্বস্ত সিরিয়ার ফাস্টলেডি আসমার। এখনও তার কেনাকাটার তালিকা আগের মত দীর্ঘ। ।
খোদা, আসমান-জমিন ফাক করে দাও, ঢুকে যায়।
আমার বিবেক যে আজ ভেসে গেছে পশ্চিমাদের ঘোলাজলে।
কলকাতার আনন্দ বাজার পত্রিকায় "আসাদ-পত্নীর বিলাসী জীবনে বদল আসেনি" শীর্ষক প্রকাশিত সংবাদ অবলম্বনে এই ছোট্ট প্রতিক্রিয়া।
প্রকাশিত সংবাদের লিঙ্ক :
http://www.anandabazar.com/2bdesh2.html
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।