আমাদের কথা খুঁজে নিন

   

মরিচ ক্ষেতের লালাভায়

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

ক্ষার আর বালির আখড়া থেকে ফিরে আসছে বেপথু ঘড়েলদের কঙ্কাল। তাদের উল্টানো পায়ের দিকে হা-করে রাখা হলুদ মায়াজাল। এদের যাদুমন্ত্রের বশ কাটিয়ে বুক ফুলিয়ে হাওয়ার সাথে কথা বলতে বলতে বড়শির বুক খোলা প্রান্তরে কতবার চোখ মুছতে মুছতে পথ হারিয়ে, বনেবাদাড়ে ঘুরেফিরে শেষে ঠাঁই হয়েছে সেই পোড়াবাড়িতে; যেখানে রাতের বেলা একসময় বাঘ আসতো, হরিণ-হরিণী এমনি এমনি বেড়িয়ে যেতো যখন-তখন। সেখানে একচক্ষু ঘুটে কুড়োনীর কাছে নিশ্চিন্তে ঘুমিয়ে গেছে যেসব বাঁশপাতা, আমের বোলে ছেয়ে থাকা নিরবতা, তাদের কাছাকাছি থাকতে চেয়ে বন্দী হয়ে আছে অক্ষর চিহ্ন না চেনা পূর্ব -পুরুষের মন। মৌনশোকের মরিচ ক্ষেতের লালাভায় উড়ছে তাদের ধর্মগ্রন্থ, সঙ্গমের বোল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।