আমাদের কথা খুঁজে নিন

   

মিষ্টি মরিচ

আমরা বাংলাদেশের মানুষ । প্রয়োজনের তাগিদে আমরা ছুটে চলি দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে । আমরা স্বপ্ন দেখি মনোরেল, পাতালরেল, ফ্লাইওভার, আন্ডারপাস, চার লেন, ছয় লেনের রাস্তা । স্বপ্ন দেখি উন্নত বাংলাদেশের, স্বপ্ন দেখি ভিশন ২০২১ বাস্তবায়নের । কিন্তু এ সব শুধুই স্বপ্ন ।

বাস্তবতা হল আমাদের যে অবকাঠামো আছে সেটাও আমরা রক্ষা করতে অপারগ । বিভিন্ন মহাসড়ক নিয়ে যেভাবে লেখালেখি হচ্ছিল সরকার বাধ্য হয়ে অবশেষে রাস্তা মেরামত করে । সমস্যাটা এখানেই । রাস্তা মেরামতে ফাকি দেয়া হয়েছে । কাজ করেছি এটা দেখানোর জন্য সে সময় কোনমতে রাস্তা ঠিক করা হয় ।

যার ফলে এখন রাস্তা আবার ভাংতে শুরু করেছে । কিন্তু রাস্তা মেরামতে আমাদের টাকা ঠিক ই খরচ করতে হয়েছে । আমার কথা হল টাকা যখন খরচ করাই হল রাস্তা ভাল করে করা হল না কেন?? যে রাস্তা দিয়ে আমি ৫ ঘণ্টাই গন্তব্বে যেতে পারি সেখানে কেন আমাকে ৭ ঘণ্টাই যেতে হচ্ছে ?? এর কোন উত্তর নাই । বোনাস হিসেবে দুর্ঘটনা তো আছেই । কিন্তু এভাবে কতদিন??? আমি দোকানে গিয়ে ১০০ টাকা দিয়ে ৫০ টাকার জিনিস কখনই নেব না ।

তাহলে কেন আমি পর্যাপ্ত টাকা দিয়ে খারাপ রাস্তা নেব?????? এমন যদি হত আমার টাকা নাই মেনে নিতাম । কিন্তু আমার তো টাকা আছে । তারপরও আমরা স্বপ্ন দেখব । স্বপ্ন দেখব সব কিছুর সঠিক ব্যাবহারের । তবে দুই তলা করতে গিয়ে এক তলা যেন ভেঙ্গে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে ।

সবাই ভাল থাকবেন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.