আমাদের কথা খুঁজে নিন

   

আপনার মন ভাল করার জন্য আমার এই চেষ্টা।(প্রভু যদি আমাকে একটা জাদুর কাঠি দিতেন,,,,আমি এই কাঠি দিয়ে দুনিয়ার সবার মন ভালো করে দিতাম)

www.shopnopuri.net

. ****মন খারাপের গান**** নীল আকাশ আজ মেঘে মেঘে হয়ে গেছে কালো, বন্ধু আজ আমার মন ভালো নেই তোমার মন কি ভালো? এখন ফাগুন এসে জ্বালছে আগুন কৃষ্ঞচূড়ার ডালে, তবে মনটা আমার কাঁদছে কেন,স্মৃতির পাতা খুলে? আমি কখনো ভাবিনি ভেঙ্গে যাবে যত স্বপ্ন ছিল সাজানো। এক বেশাখী ঝর থামিয়ে দিল,মন মন্দিরে শঙ্খ বাজানো। রোজ কোয়াশা ঢাকা পথে হেঠে যাই,অশ্রু মিশিয়ে শিশিরে, আমার এ জীবন গুমরে মরে মরে,এক প্রদ্বীপ নেভানো বাসরে। নিঝুম নিশিতে,আধারের কোলে,খেলায় মেতে উঠে যত স্বপ্ন, কূল হারানো এই মাঝির মন,আজ তাই এতটাই বিপন্ন। এক সমূদ্র নীলঢেউ কি তোমার মনেও আছড়ে পড়ছে গোপনে? তুমিও কি বন্ধু খুজে ফিরো সুখ,ভেঙ্গে যাওয়া নিশিত স্বপনে? বৃষ্টি পড়ে,নুপুর বাজে,আমার আঙ্গিনা্য় এই বুঝি তুমি এলে, জলে পূর্ণ সরসী ছিলে তুমি,আর আজ মনে মরিচিকা হয়ে গেলে। আমার আকাশে সূর্য ডুবে,হয়তো তোমার প্রভাত হল, বন্ধু আজ আমার মন ভালো নেই তোমার মন কি ভালো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.