১. আকাইদ শব্দের অর্থ কী?
ক. কথামালা খ. সংবাদ গ. বিশ্বাস ঘ. অবিশ্বাস
২. ইসলামের মৌলিক বিষয়ের ওপর বিশ্বাসকে কি বলে?
ক. আকিদা খ. আকাইদ গ. রিসালাত ঘ. নবুওয়াত
৩. ইমান শব্দের অর্থ কী?
ক. মজবুতি খ. অস্বীকার গ. পরহেজগারী ঘ. বিশ্বাস
৪. ইমানের কয়টি দিক রয়েছে?
ক. পাঁচটি খ. তিনটি গ. দুইটি ঘ. দশটি
৫. ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই বলে-
ক. ইমান খ. নামাজ গ. আখিরাত ঘ. হজ
৬. ইমানের মৌলিক বিষয়-
i. সাতটি ii পাঁচটি iii. ছয়টি
কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. iii ঘ. ii ও iii
৭. ফেরেশতাগণ কিসের তৈরি?
ক. পানি খ. মাটি গ. নূরের ঘ. পাথরের
৮. আসমানি কিতাব-
i. ফেরেশতাদের বাণী সমষ্টি ii আল্লাহতায়ালার বাণী সমষ্টি
iii. নবী-রাসূলদের বাণী সমষ্টি
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
আল্লাহ রাব্বুল আলামীন মানবজাতির দেহায়েতের জন্য যুগে যুগে ফেরেশতাদের মাধ্যমে নবী-রাসূলদের কাছে আসমানি কিতাব পাঠিয়েছেন। তন্মধ্যে বড় হলো চারটি। এগুলো হলো- তাওরাত, যাবুর, ইঞ্জিল, কোরআন।
৯. হজরত মূসা (আ.)-এর ওপর কোন কিতাব অবতীর্ণ হয়?
ক. যাবুর খ. ইঞ্জিল গ. তাওরাত ঘ. কোরআন
১০. সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাবের নাম কী?
ক. কোরআন খ. তাওরাত গ. যাবুর ঘ. ইঞ্জিল
১১. 'সহিফার' সংখ্যা কত?
ক. একশত খ. দুইশত গ. পাঁচশত ঘ. একশত চার
১২. সর্বপ্রথম নবী কে?
ক. হজরত আদম (আ.) খ. হজরত নূহ (আ.)
গ. হজরত ইব্রাহীম (আ.) ঘ. হজরত মুহাম্মদ (সা.)
১৩. 'সাইয়্যেদুল মুরসালিন' অর্থ কী?
ক. ফেরেশতাদের সর্দার খ. রাসূলগণের সর্দার
গ. জিন জাতির সর্দার
ঘ. মানব জাতির সর্দার
১৪. 'আখিরাত' শব্দের অর্থ-
ক. মরণকাল খ. জীবনকাল
গ. পরকাল ঘ. ইহকাল
১৫. 'আখিরাত' কিসের স্থান?
ক. আরামদায়ক স্থান খ. হাসি খুশির স্থান
গ. খেলাধুলার স্থান ঘ. কর্মফল ভোগের স্থান
১৬. 'তাকদীর' শব্দের অর্থ কী?
ক. ভাগ্য খ. ভাগ্যহীন গ. হতভাগ্য ঘ. দুর্ভাগ্য
১৭. দুনিয়ার প্রথম মানব কে?
ক. হজরত মুহাম্মদ (সা.) খ. হজরত আদম (আ.)
গ. হজরত নূহ (আ.)
ঘ. হজরত মূসা (আ.)
১৮. 'আর সম্মান তো কেবল আল্লাহ, তার রাসূল এবং মুমিনদের জন্যই' এটি কার বাণী?
ক. আল্লাহতায়ালার খ. ফেরেশতাদের
গ. নবীগণের ঘ. আলেমগণের
উত্তরমালা : ১.গ. ২.খ ৩.ঘ ৪.খ ৫.ক ৬.ক ৭.গ ৮.খ ৯.গ ১০.ক ১১.ক ১২.ক ১৩.খ ১৪.গ ১৫.ঘ ১৬.ক ১৭.খ ১৮.ক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।