আমাদের কথা খুঁজে নিন

   

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

১. আকাইদ কী?

উত্তর : আকাইদ শব্দটি বহুবচন। একবচনে আকিদা। যার অর্থ বিশ্বাস।

২. ইমান কাকে বলে?

উত্তর : ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই ইমান বলা হয়।

৩. ইমান বা বিশ্বাসের কয়টি দিক রয়েছে?

উত্তর : ইমান বা বিশ্বাসের তিনটি দিক রয়েছে।

৪. ইমানের মৌলিক বিষয় কয়টি?

উত্তর : ইমান বা বিশ্বাসের মৌলিক বিষয় সাতটি।

৫. ফেরেশতাদের কাজ কী?

উত্তর : ফেরেশতারা আল্লাহর তাসবিহ ও যিকর পাঠরত। তারা আল্লাহর আদেশ অনুযায়ী বিভিন্ন কাজে নিয়োজত।

৬. প্রসিদ্ধ ফেরেশতা কয়জন?

উত্তর : চারজন।

৭. হজরত আজরাইলের কাজ কী?

উত্তর : তিনি মৃত্যুর ফেরেশতা।

জান কবজ করাই তার কাজ।

৮. আসমানি কিতাব কী?

উত্তর : আসমানি কিতাব আল্লাহতায়ালার বাণী সমষ্টি।

৯. আসমানি কিতাব কতটি?

উত্তর : আসমানি কিতাবের সংখ্যা হলো ১০৪টি।

১০. সর্বশেষ নাজিলকৃত আসমানি কিতাব কোনটি?

উত্তর : সর্বশেষ নাজিলকৃত আসমানি কিতাব আল কোরআন যা মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর উপর নাজিল হয়।

১১. সাইয়্যেদুল মুরসালিন কে?

উত্তর : হজরত মুহাম্মদ (স.) কে সাইয়্যেদুল মুরসালিন বলা হয়।

১২. সর্বপ্রথম ও সর্বশেষ নবী ও রাসূল কে?

উত্তর : সর্বপ্রথম নবী হজরত আদম (আ.)। তিনি আমাদের আদি পিতাও। আর সর্বশেষ নবী ও রাসূল হলেন হজরত মুহাম্মদ (সা.)।

১৩. আখিরাত কী?

উত্তর : মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বা পরকাল বলা হয়।

১৪. আখিরাতের কয়টি পর্যায় রয়েছে?

উত্তর : আখিরাতের দুটি পর্যায় রয়েছে।

১৫. বারযাখ কী?

উত্তর : মানুষের মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত সময়কে বারযাখ বলা হয়।

১৬. কবর আখিরাতের কোন স্তর বা পর্যায়?

উত্তর : কবর আখিরাতের প্রথম স্তর বা পর্যায়।

১৭. তাকদির অর্থ কী?

উত্তর : তাকদির অর্থ ভাগ্য।

১৮. তাকদির বা ভাগ্য কার উপর ন্যস্ত?

উত্তর : মহান আল্লাহতায়ালার উপর।

১৯. হাশরের ময়দানে কে বিচারক হবেন?

উত্তর : হাশরের ময়দানে একমাত্র আল্লাহতায়ালাই বিচারক হবেন।

২০. মুমিন কাকে বলে?

উত্তর : যে ব্যক্তি আল্লাহতায়ালা, নবী-রাসূল, পরকাল, কিতাব, তাকদির, ফেরেশতা ইত্যাদি বিষয়কে আন্তরিকভাবে বিশ্বাস করেন তিনিই হলেন মুমিন।

২১. ইমানের কয়টি দিক রয়েছে?

উত্তর : ইমানের ৩টি দিক রয়েছে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.