আমাদের কথা খুঁজে নিন

   

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা : বিজ্ঞান

 

১. কোনটি বিয়োজকের কাজ করে?

i. ব্যাকটেরিয়া ii. কচ্ছপ iii. ঝিনুক iv. মাছ

উত্তর : ব্যাকটেরিয়া

২. কি কারণে সুন্দরবনের মাটি বেশি লবণাক্ত?

i. বেশি গাছপালার কারণে ii. উৎপাদক শ্রেণীর জন্য

iii. জোয়ার ভাটার কারণে iv. অজীব উপাদানের জন্য

উত্তর : জোয়ার ভাটার কারণে

৩. ভিটামিন 'সি' এর কাজ কি?

i. কণ্ঠনালি ও নাকের সংক্রমণ প্রতিরোধ করে।

ii. লোহিতকণিকা বৃদ্ধিতে সাহায্য করে।

iii. অন্ত্রে ক্যালসিয়াম বিশোষণ বাড়ায়।

iv. স্বাভাবিক ক্ষুধা বজায় রাখতে সাহায্য করে।

উত্তর : কণ্ঠনালি ও নাকের সংক্রমণ প্রতিরোধ করে।

৪. মানবদেহে প্রায় ৩০০-৪০০ গ্রাম শর্করা জমা থাকতে পারে। এ পরিমাণ শর্করা কত কিলোক্যালরি তাপ উৎপন্ন করে দেহের শক্তি জোগায়?

i. ১২০০-১৫০০ কিলোক্যালরি

ii. ১২০০-১৬০০ কিলোক্যালরি

iii. ১৮০০-২১০০ কিলোক্যালরি

iv. ১৮০০-২০০০ কিলোক্যালরি

উত্তর : ১২০০-১৬০০ কিলোক্যালরি

৫. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?

i. Ca(OH)2  ii. [Al (OH)2]

ii. NH4OH  iv. NaOH

উত্তর : [Al (OH)2]

৬. কোনটি পোকামাকড় দমনে ব্যবহৃত হয়?

i. Lime water ii. Milk of Magnesia

iii. Milk of Lime iv. H3PO4

 

উত্তর : Milk of Lime

 

৭. দেহের শতকরা ৮০ ভাগ নাইট্রোজেন কিসের মাধ্যমে পরিত্যক্ত হয়?

i. ফুসফুসের মাধ্যমে ii. বৃক্কের মাধ্যমে

iii. ত্বকের মাধ্যমে ii. চামড়ার মাধ্যমে

উত্তর : বৃক্কের মাধ্যমে

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.