আমাদের কথা খুঁজে নিন

   

সর্তক সংকেত

আমার দেশ আমার সংস্কৃতি

তিন চার বছর আগের কথা। হানিফ সংকেতের ইত্যাদিতেএকটি অংশে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর প্রতিবেদন দেখানো হয়েছিল। সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর অনেক বক্তব্য প্রদান করা হয় এবং অনুষ্ঠান শেষে খাওয়ারও ব্যাবস্থা করা হয়। বিপত্তিটা এখানেই ঘটে। একটু আগে যাদের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর সচেতন করা হল এবং যারা সচেনতার বানী শোনালেন তারা সবাই খাওয়া শেষে যার যার পরিত্যক্ত অংশ ইচ্ছে মতো ফেলে চলে গেলেন।

এখন বুঝতেই পারছেন আমরা কেমন সচেতন। কক্সবাজারে গতকাল পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালায় বন্ধুসভার শতাধিক সস্যরা। এটা আমার কাছে খুব ইতিবাচক মনে হয়েছে। এর পাশাপাশি আমাদের নিজেদের সচেতন হতে হবে এবং সবাইকে সচেতন করতে হবে। শুধু কক্সবাজার সৈতক নয় সমগ্র বাংলাদেশে এধরণের কার্যক্রম চালাতে হবে।

তবেই আমরা সবাই মিলে গড়ে তুলতে পারি আমাদের সোনার বাংলাদেশ। তার চেয়েও সচেতন থাকতে হবে অনুষ্ঠান শেষে ইত্যাদির মত যেন না ঘটে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.