অচেনা পথে হাটতে চাই অনেক দুর
সবাইকে ছেড়ে গত বছরের জুলাই মাসে পাড়ি জমাই লন্ডনে। উচ্ছতর পড়ালেখার জন্য। নিজের জেদ ও লন্ডনের পরিবার থেকে দুরে থাকবো বলে মামার বাসায় উঠিনি। তাই এক পরিচিত ভাইয়ার বাসায় থাকার কথা ছিল। সেই পরিচিত ভাইয়া আবার 4 জনের সাথে থাকতেন।
সেখানেই উঠলাম। কথা হলো সপ্তাহে 80পাউন্ডের বিনিময়ে থাকা,খাওয়া হবে। কথা হলো আমার আলাদা রুম থাববে। দুদিন যেতে না যেতে এদের আসল রুপ দেখলাম। প্রতিরাতে মদ খাওয়ার আসর,মাতাল হয়ে গালি শুরুহয়ে যাওয়া।
যাই হোক মেনে নিলাম। কয় দিন পর ভাইয়া বললো তোমার সাথে আমার এক ছোট ভাই থাকবে দুতিন দিনের জন্য, বললাম সমস্যা নেই। ছয় দিন পর তার যাবার কোন উদ্দেশ্য না দেখে,ভাইয়াকে বললাম, সে আমাকে এড়িয়ে গেল। কথিত ছেলেটিকে চলে যেতে বললাম, সে বললো রুমের ভাড়া দেই যামুকেন, অবাক হলাম বলে কি। অনেক কথার পর বুঝলাম এটা এর ব্যবসা।
দরজায় বেল, খুলতেই দেখি বাড়িওয়ালা,বললো মামুন কই তিন মাসের ভাড়া না দিয়া সে কই থাকে। আরো অবাক হলাম। কথিত ভাইয়াকে পেলাম না। সেই দিন বাসা ছেড়ে দিলাম। কোথায় যাবো?স্টেশনে রাত কাটালাম।
কি যে কষ্ট হয়েছিলো। খুব কেদেছিলাম, মনে মনে বলছিলাম কেন যে বাংলাদেশ ছেড়ে ছিলাম। এখন মামার সাথে আছি,আল্ললার রহমতে অনেক ভালো আছি। নামাজ পড়ার ও ভালো জায়গা আছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।