আজ ( ডেইলি স্টারে) বিসিবির ডিরেক্টর গাজী আশরাফ হোসেইন লিপু ও জালাল ইউনুস যা বলেছেন আশরাফুল সম্পর্কে তাতে মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই অধিনায়কত্ব থেকে আশরাফুল বাদ পড়তে যাচ্ছে এটা নিশ্চিত
বাংলাদেশ সম্পর্কে অভিযোগ উঠেছিল যে তারা বিদেশ গেলে খেলা ফেলে শপিং ও দাওয়াত খেতে ব্যস্ত হয়ে পড়ে, তাই তাদের এত চমৎকার পারফরমেন্স!!!
ডেইলি স্টারে বিসিবির ডিরেক্টর গাজী আশরাফ হোসেইন লিপু বলেছেন," আমি আশরাফুলকে অধিনায়ক হিসেবে থাকতে দেয়ার কোন যৌক্তিকতাই খুজে পাচ্ছি না যখন কিনা খেলোয়ার হিসেবেই দলে তার জায়গা নিশ্চিত নয়।"
বিসিবির আরেক ডিরেক্টর জালাল ইউনুসও লিপুর মতই বলেছেন," এখন সময় এসেছে কোচ,নির্বাচকসহ বাকি সবার পারফরমেন্স খতিয়ে দেখার।" তিনি আরো বলেছেন," আমরা তাকে (আশরাফুলকে) আর অধিনায়ক রাখার কোন যুক্তি দেখতে পাচ্ছি না।"
লিপু বলেছেন," সময় এসেছে সিডন্সের পারফরমেন্স খতিয়ে দেখার, কেননা ওর পিছনে অনেক টাকা খরচ করছি আমরা।তাকে রাখাই হয়েছিল-মূলত ব্যাটিং এর উন্নতির জন্য, কিন্তু ব্যাটিং আগের মতই সমস্যায় আছে।"
বিসিবির ডিরেক্টরদের মতে,কোচ, খেলোয়ার, নির্বাচক, অধিনায়ক, ম্যানেজার- সব কিছু নতুন করে ঢেলে সাজানোর সময় এসে গেছে।
আপনারাও কি মনে করেন বিসিবির এরকম চিন্তাভাবনা সঠিক, মানে কোচ, খেলোয়ার, নির্বাচক, অধিনায়ক, ম্যানেজার- সবকিছু নতুন করে ঢেলে সাজানো উচিত নাকি আরো কিছু সময় দেয়া উচিত?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।