ভালোর স্বপক্ষে থাকুন সে যেই হোক, আর অন্যায়ের বিরুদ্ধে থাকুন সে যেই হোক। বাবা, মা, দল, গোত্র, গোষ্ঠী এসব ভালো কিংবা অন্যায় নির্ধারণ করে না। মুশফিক অনভিজ্ঞ অধিনায়ক হওয়ার জন্য তার মানসিকতাও অধিনায়কের সমপর্যায়ে নেই, সম্প্রতি ভালো খেলেছ কপালগুনে বলব, আর সে যতগুলো ম্যাচ খেলেছে ,১০০ র উপরে, এতগুলো ম্যাচ খেলে অনেকেই এরকম দুই একটা ইনিংস খেলতে পারে।
হঠাত মুশফিকের কনফিডেন্স হাই হয়ে যাওয়া, তাকে অধিনায়ক বানানো, দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। আর মুশফিকের মত ছেলেমানুষকে (উইকেটের পেছনে তার চিত্কার শুনেই বোঝা যায়) অধিনায়ক করে বোর্ড ছেলেমানুষি করল।
মুশফিক কে না দিয়ে রিয়াদকে দিলে ভাল হত। সহ অধিনায়কের তেমন কোন ভূমিকা থাকে না।
আমি মনে করি বাংলাদেশ দলের এমন কাউকে অধিনায়ক বানাতে হবে যার প্রথমত ব্যক্তিগত পারফর্মেন্স ভালো Leading from the front, কিন্তু মুশফিকের উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবেই পারফর্মন্স ভাল না। তার উপর আবার অধিনায়কত্ব। এবারের জিম্বাবুয়ে সিরিজে মুশফিক কিন্তু খুব ভালো পারফর্মেন্স করে নি, একটা সেঞ্চুরি করেছে, ১০০ র উপর ম্যাচ খেলে এরকম দুই একটা সেঞ্চুরি স্বাভাবিক, খুব ভালো নয়।
এছাড়াও মুশফিক অধিনায়ক থাকলে তার বাজে পারফর্মেন্স থাকলেও তাকে বাদ দেয়া যাবে না, কারন সে অধিনায়ক (আশরাফুলের মত)।
আমার মনে হয় বাংলাদেশের দলের ভরাডুবির পেছনে, দলের খেলোয়াড়ের থেকে বেশি বোর্ডের ভূমিকা বেশি, কোচ নেয়া থেকে শুরু করে, অধিনায়ক নিবার্চন, দল নির্বাচন সবক্ষেত্রেই ভুল হচ্ছে মনে হচ্ছে। বাংলাদেশ দলের ব্যার্থতার এটাই প্রধান কারন। যেহেতু নতুন অনেক ভাল খেলোয়াড় এসেছে, এবং ডেব্যু ম্যাচেই তারা ভাল খেলছে অনেক পুরোনো ও অভিজ্ঞ খেলোয়াড় থেকে তাই বোর্ডের উচিত খেলোয়াড়দের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টিকরা, যেন তারা ভাল খেলার জন্য আগ্রহী হয়, কিন্তু ভালো খেলার চেয়ে ব্যক্তিগত পছন্দ, দুর্নীতি ও আধিপত্যের দাম আছে তাই ভাল খেলোয়াড় উঠে আসছে, বাংলাদেশ দলের উন্নয়ন হচ্ছে না।
বাংলাদেশ দলের প্রতি অনেক আশা, তবে অবশ্যয়ই অবাস্তব আশা নয়।
কিন্তু কতিপয় খারাপ লোক এবং বাধ্য হয়ে খারাপ হওয়া মানুষের কারনে আজকে বাংলাদেশের সবকিছুরই বেহাল দশা।
আসুন আমরা কথা বলি, (হয়ত এই কথায় কোন লাভ নেই তাও বলি) কারন এই আলোচনা থেকেই ঘৃনার সঞ্চার হবে আর এথেকে একদিন পরিকল্পনা, একদিন বিপ্লব, একদিন পরিবর্তন হতে পারে। চুপ থাকলে কিছুই হবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।