অনুভূতি কোন সাজিয়ে রাখার জিনিস নয় হৃদয়ের শোকেসে-
সেটা হবে চিঠি লিখে পোস্ট না করার মতই ছেলেমানুষি!
তাই আমি কোন মেঘদূতের অপেক্ষায় না থেকে
সব ক'টি ঋতুতেই তোমাগামী
অলক্ষ্য নিঃসঙ্কোচে
পুনঃ পুনঃ....
পৃথিবীতে কত গান হারিয়ে যায় প্রায়শঃ
হারিয়ে যায় কত নোঙর ছেঁড়া অভিমানী
কত বৃষ্টি ভূস্পর্শের আগেই মিলিয়ে গেল
কত নক্ষত্র-আলো ধূমকেতু পার্থিব নয়নে
দেখা হয়ে ওঠে না আর - কত গৃহান্তরীর
ফেরা হয় না মায়াবী উপেক্ষার সংসারে-
অনিত্যতার সে সত্য আমি জানি......
তবুও যে সৌরজ্যোতি নিত্য দীপ্যমান অস্থিগর্ভস্থ
এই রক্তাভ স্রোতে- কোন মেঘে তারে ঢাকি বলো!
গন্তব্যে পৌছুঁবে না ভেবে কবে কোন নক্ষত্র আলোক বিচ্ছুরণে ই্স্তফা দিয়েছে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।