তাকায় সবাই, কিন্তু দেখে খুব কম লোকই।
গতকাল প্রকাশিত প্রথম আলোর বিনোদন পাতায় 'আমার বন্ধু রাশেদ শুরু হচ্ছে জুলাইয়ে' শীর্ষক সংবাদটির প্রতিবাদ।
সংবাদটিতে লেখা হয়েছে কিশোর মুক্তিযোদ্ধাদের নিয়ে সরকারী অনুদান পাওয়া এ ছবিটির চিত্রনাট্য করেছেন পরিচালক (মোরশেদুল ইসলাম) নিজেই।
আমার প্রতিবাদ হচ্ছে চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছি আমি। ছবিটি পরিচালনা করছেন মোরশেদুল ইসলাম। এটি মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস 'আমার বন্ধু রাশেদ' থেকে নেয়া।
ছবিটি কয়েকজন দুঃসাহসী কিশোর মুক্তিযোদ্ধাকে নিয়ে।
ছোট্ট এই প্রতিবাদ দিয়ে শুরু করছি আমার ব্লগযাত্রা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।