"হিন্দি সিরিয়ালের নির্মাতা ও দর্শক পৃথিবীর অস্টমাচার্য বিনোদন" এই শিরোনামে আমাগো প্রিয় ব্লগার কৌশিক এক পোস্ট লেখছেন। এই ব্যপারে আমার অবজেকসান আছে।
এই কথা মানি যে হিন্দি সিরিয়াল একটা আজীব জিনিস, মহিলাগো মেদ বৃদ্ধির মুল কারণ। তবে এইটা নবম আশ্চর্য, অস্টম নয়। অস্টম আশ্চর্য হইলো ফকিরাপুলের পানির ট্যান্ক, ওয়াসার মহান কির্তী। এই মিমাংসা সাপ্তহিক বিচিত্রায় ১৯৮০ দশকে 'দূর্জন উবাচ' কলামে খন্দকার আলী আশরাফ এসটাব্লিস করছেন, আমার মতন বুইড়া ব্লগারগো মনে থাকার কথা।
ঐ লেখায় উনি ওয়াসায় চাকুরী প্রার্থী একজনের চাকুরী না হওয়ার কারণ হিসাবে 'পৃথিবীর অস্টম আশ্চর্য ফকিরাপুলের পানির ট্যান্ক' এই মন্ত্ব্বব্যকে দায়ি করছিলেন। কারণ, ঐ বিশাল পানির ট্যান্কে নাকি পানি উঠান সম্ভব না 'টেকনিকাল ফল্ট' থাকায়, এর থাইকা আশ্চর্য আর কি হইতে পারে? জানিনা এখন ফকিরাপুলের পানির ট্যান্ক কি অবস্থায় আছে, কেউ জানলে কইলাম কইয়েন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।