আমাদের কথা খুঁজে নিন

   

বিডিআর এ লোক নিয়োগের গুজব, বেকার যুবকদের ভোগান্তি

কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলিও না, ইহাতে উহারা কষ্ট পায়

বিডিআরে লোক নিয়োগের গুজবে সাড়া দিয়ে চাকুরীপ্রার্থী হাজার হাজার বেকার যুবকেরা ব্যাপক ভোগান্তির শিকার হয়েছে নাটোরের বড়াইগ্রামে। আহারে! সোনার ছেলেগুলান রোদের মধ্যে কি কষ্টটাই না করসে। আজ রোববার নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫ সহস্রাধিক স্বল্পশিতি বেকার যুবক বিডিআর এ নিয়োগ পাওয়ার আশায় নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে হাজির হয়ে কাউকে না পেয়ে হতাশ হয়ে ফিরে এসেছে। জানা যায়, গত প্রায় ২ সপ্তাহ যাবৎ উপজেলার বিভিন্ন এলাকায় বিডিআরে ৮ম শ্রেণী পাশ লোক নিয়োগ দেয়া হবে মর্মে একটি সংবাদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ খবরে এলাকার স্বল্প শিক্ষিত বেকার যুবকেরা চাকুরী নামের সোনার হরিণ ধরতে মরিয়া হয়ে উঠে।

আর এ সুযোগে বিভিন্ন হাইস্কুলের প্রধান শিক্ষকসহ একটি সংঘবদ্ধ চক্র ৮ম শ্রেণী পাশের সার্টিফিকেট ২৫০-৩০০ বিক্রি করে প্রায় লাধিক টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু পূর্ব নির্ধারিত দিন গতকাল রোববার ভোররাত থেকে সাইকেল-ভ্যান-ভূটভূটি যোগে প্রায় ৫ সহস্রাধিক চাকুরীপ্রার্থী নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জড়ো হয়ে দুপুর ১ টা পর্যন্ত অপো করলেও চাকুরীদাতা কারো সন্ধান পায়নি। তবে চাকুরীপ্রার্থী যুবকদের সাথে কথা বললে কোন পত্রিকা বা কার মাধ্যমে তারা এ নিয়োগ বিজ্ঞপ্তির কথা জেনেছে তা জানাতে পারেনি। ইতিপূর্বেও গত ৭ তারিখে একইভাবে বিডিআর এ লোক নিয়োগের গুজবে অসংখ্য বেকার যুবকেরা একই স্থানে হাজির হয়েছিল। হুজুকে বাঙ্গালী আর কারে কয়?? আহারে সোনার ছেলেগুলানের জন্য খুব মায়া হইতাসে।

সোনারা তোমাগো চিন্তা নাই, ডিজিটাল বাংলাদেশে টাল হইও না, সব ঠিক হইয়া যাবে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.