আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালী কোম্পানীগঞ্জে গরু, ট্রলার ও ইলিশের জালসহ ৫ লাখ টাকার মালামাল লুট



নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরদিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে ব্যাপক লুটপাট করেছে জলদস্যুরা। এসময় তারা বেশ কয়েকটি খামার বাড়ি থেকে ১১টি গরু ও ইলিশ মাছ ধরার ট্রলারসহ জাল লুট করে কমপক্ষে ৫লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৩টার দিকে ওই এলাকার ন্যাপচুন স্লুইচের কাছে জলদস্যুরা সশস্ত্র অবস্থায় হানা দিয়ে লেদু ব্যাপারী, বাবুল ও পলাশের খামার বাড়িতে হানা দিয়ে ১১টি গরু লুট করে। যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা। অন্যদিকে এক দস্যুরা নদীতে হানা দিয়ে দুলাল মহাজনের ট্রলারের মাঝি মাল্লাকে মারধর করে ইলিশ ধরার ট্রলার ও জাল লুট করে নিয়ে যায়। যার বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.